চট্টগ্রাম টেস্টের মাঝেই সুখবর পেলেন মিরাজ
সাকিব আল হাসানের পর বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দিনের পর দিন নিজেকে প্রমাণও করে চলেছেন তিনি। সাফল্যের ছাপ পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। আজ বুধবার (৩০ অক্টোবর) আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে তিন নম্বরে উঠে এলেন মিরাজ।
মিরাজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে জানানো হয়, র্যাঙ্কিংয়ে উন্নতি। আইসিসি টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন মিরাজ।
র্যাঙ্কিংয়ে তিনে ওঠার পথে দুই ধাপ এগিয়েছেন মিরাজ। তার রেটিং পয়েন্ট ২৯৪। মিরাজ পেছনে ফেলেছেন সাকিবকে। সাকিব এক ধাপ পিছিয়ে নেমেছেন চার নম্বরে। টেস্ট থেকে অবসর নেওয়া সাবেক এই অলরাউন্ডারের পয়েন্ট ২৮০। তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা জেসন হোল্ডার। তার পয়েন্ট ২৭০।
টেস্ট অলরাউন্ডারের তালিকায় সবার ওপরে থাকা নামটি রবীন্দ্র জাদেজা। জাদেজার পর দুইয়েও আছেন আরেক ভারতীয়, রবিচন্দ্রন অশ্বিন। দুজনের কারোই অবস্থানের পরিবর্তন হয়নি।