সাফ ফাইনাল
প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-নেপাল কেউই
মাঠ এক, প্রতিপক্ষ এক, মঞ্চটাও অভিন্ন। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ বুধবার (৩০ অক্টোবর) আরও একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেপাল। বাংলাদেশের লক্ষ্য দুবছর আগে জেতা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা। নেপালের মিশন গত ফাইনালে হারের প্রতিশোধ। ম্যাচের প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য স্কোরবোর্ড হলেও লড়াই হয়েছে প্রায় সমানে সমানে।
দর্শকরা নড়েচড়ে বসার আগেই গোল পেয়ে যাচ্ছিল বাংলাদেশ। ম্যাচের বয়স তখন মাত্র এক মিনিট। ডি বক্স থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন নেপাল ডিফেন্ডার। বক্সের বাইরে বল পেয়ে যান তহুরা খাতুন। বাংলাদেশি ফরোয়ার্ডের সামনে পথটা খোলাই ছিল। শটও নেন, কিন্তু দুর্ভাগ্য! গোলবারে প্রতিহত হয় বল। ফিরতি বলে হেড নেন তহুরা, তবে সেটি জমা পড়ে নেপাল গোলরক্ষক আনজিলার হাতে।
শুরুর ধাক্কা দ্রুত সামলে ওঠে স্বাগতিক নেপাল। পঞ্চম মিনিটে দারুণ এক আক্রমণ সাজায় তারা। ফরোয়ার্ড সাবিত্রার পাস থেকে আমিশা কার্কি বল পান। ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পাননি। ১০ মিনিটে নেপালের একটি শট বারে লাগে বাংলাদেশের মতোই। সাবিত্রা-আমিশা জুটি আরও একটি আক্রমণ তৈরি করে ২৮ মিনিটে। বাংলাদেশি রক্ষণের ফাঁক গলে সাবিত্রা বল বাড়ান অমৃতার দিকে। ফাঁকা ডি-বক্সে তিনি নিয়ন্ত্রণ হারালে বেঁচে যায় বাংলাদেশ।
প্রথমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণ করে দুদলই। কখনও গোলরক্ষক, কখনও রক্ষণভাগ ঢাল হয়ে দাঁড়ায়। তবে, ঘরের মাঠে নিয়ন্ত্রণটা বেশি ছিল নেপালের কাছেই। বাংলাদেশও কম যায়নি। সুযোগ পেলেই আক্রমণে ওঠার চেষ্টা করে তহুরা-শামসুন্নাহাররা। যদিও, সেসব দেখেনি আলোর মুখ।