সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুদলের সামনে লক্ষ্য একটাই—জয়। তবে, পার্থক্য আছে কিছুটা। আফগানিস্তান চাইবে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে। বাংলাদেশের লক্ষ্য সিরিজে সমতা আনা। এমন আবহ নিয়েই আজ শনিবার (৯ নভেম্বর) শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘পুরো ব্যাপারটাই আসলে মানসিকতার ব্যাপার। আগের ম্যাচে সেট হয়েও হেরে যাওয়াটা অবশ্যই খারাপ ব্যাপার। এগুলো শুধরে আমরা এই ম্যাচে নজর দিতে চাই। আমাদের সবার প্রস্তুতি বেশ ভালো।’
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, ‘আমাদের লক্ষ্য তো ম্যাচ জেতা। প্রথম ম্যাচের ছেলেরা অসাধারণ করেছে। আজও আমাদের মনোবল দারুণ। সর্বোচ্চ চেষ্টাই করব জেতার। সবাই নিজেদের জায়গা থেকে শতভাগই দেবে।’
সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন ম্যাচের আগে বাংলাদেশ অবশ্য পাচ্ছে না দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। চোট তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে। তবু, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।