২২ বছর পর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সিরিজ জয়ের উচ্ছ্বাস
আগুনে বোলিংয়ে কাজটা সহজ করে দিয়েছিলেন পাকিস্তানি পেসাররা। ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে থামিয়ে দিয়েছেন স্রেফ ১৪০ রানে। এত কম রানের পুঁজি নিয়ে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। নিজেদের মাঠে বিশাল ব্যবধানে হেরেছে তারা, সেই সঙ্গে হারিয়েছে সিরিজও। বড় জয় ও সিরিজ জয়ের উচ্ছ্বাসে ভাসছে মোহাম্মদ রিজওয়ানের দল।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী।
দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতল পাকিস্তান ক্রিকেট দল। সবশেষ ২০২২ সালের জুনে অসিদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। এত বছর পর রিজওয়ানের নেতৃত্বে আবারও একই আনন্দে ভাসল পাকিস্তান।
পার্থ স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের মাত্র ১৪০ রানে থামায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৩৯ রান হাতে রেখেই এই রান পাড়িয়ে দিয়ে ফেলে পাকিস্তান। ২৬.৫ ওভারে দুই উইকেটে ১৪৩ রান করে থামে পাকিস্তান।
দলের জয়ের ম্যাচে সর্বোচ্চ ৪২ রান করেন সায়েম আয়ুব। ৩৭ রান করেন আবদুল্লাহ শফিক। ৩০ রান করেন অধিনায়ক রিজওয়ান।
এর আগে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সসহ পাঁচজনকে বিশ্রামে রেখে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। তাদের গুঁড়িয়ে দেওযার নায়ক পাকিস্তানের পেসাররা। বল হাতে তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। হারিস রউফ নেন দুটি আর হাসনাইন নেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩১.৫ ওভারে ১৪০ (শর্ট ২২, ফ্রেজার-ম্যাকগার্ক ৭, হার্ডি ১২, ইংলিস ৭, কনোলি ৭ আহত আউট, স্টয়নিস ৮, ম্যাক্সওয়েল ০, অ্যাবট ৩০, জ্যাম্পা ১৩, জনসন ১২*, মরিস ০; আফ্রিদি ৮.৫-১-৩২-৩, নাসিম ৯-০-৫৪-৩, হাসনাইন ৭-০-২৪-১, হারিস ৭-১-২৪-২)।
পাকিস্তান: ২৬.৫ ওভারে ১৪৩/২ (সাইম ৪২, শাফিক ৩৭, বাবর ২৮*, রিজওয়ান ৩০*; জনসন ৮-০-২৮-০, স্টয়নিস ৩-১-১১-০, অ্যাবট ৬-০-৪৯-০, মরিস ৬-০-২৪-২, হার্ডি ২-০-১৯-০, জ্যাম্পা ১.৫-০-১০-০)।
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।