মেসির আরেকটি রেকর্ড, ম্যারাডোনার পাশে মার্টিনেজ
লিওনেল মেসি রেকর্ড করেছেন—এই বাক্যটি পুরোনো। ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ক্ষুদে জাদুকরের ব্যক্তিগত অর্জনের ঝুলি পরিপূর্ণ হয়েছে বহু আগে। মানুষটা মেসি বলে, এখনও সমান আগ্রহ নিয়ে মাঠে নামেন।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আজ বুধবার (২০ নভেম্বর) পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটি ১-০ গোলে জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ, সহায়তা করেন মেসি। সেই অ্যাসিস্টে নতুন এক রেকর্ডে ভাগ বসান ক্ষুদে জাদুকর।
আন্তর্জাতিক ফুটবলে মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন ৫৮টি। যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডনোভানের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। ডনোভানের অবশ্য লেগেছিল ১৫৭ ম্যাচ, মেসির ১৯১টি। অন্যদিকে, ম্যাচে গোল করে মার্টিনেজ বসেছেন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার পাশে। আর্জেন্টিনার জার্সিতে দুজনের গোলসংখ্যা এখন ৩২টি।
৮৪ ম্যাচে ৩২ গোল করে ম্যারাডোনা থেমে গেছেন। অবসর নিয়েছেন ডনোভানও। মেসি-মার্টিনেজ দুজনের সামনে সুযোগ সামনে এগিয়ে চলার। জাতীয় দলের জার্সিতে এটি ছিল চলতি বছরে আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
চেনা দর্শকের সামনে বছরটা জয় দিয়ে শেষ করল আর্জেন্টিনা। মেসি-মার্টিনেজের যুগলবন্দিতে গোলটিও হয়েছে চোখধাঁধানো। পেরুর ডি-বক্সের কাছে বল পান মেসি৷ বামপ্রান্ত দিয়ে এগোবেন, এমন সময় তার সামনে মানব দেয়াল হয়ে দাঁড়ান পেরুর ডিফেন্ডাররা৷ তবে, মেসি ছন্দে থাকলে তাকে আটকানোর সাধ্য কার! দেয়াল ভেদ করে চিপ করলেন, শূন্যে ভাসা বলেই শট নিলেন মার্টিনেজ। পেরু গোলরক্ষক পেদ্রো বাঁ দিকে ঝাঁপিয়ে পারলেও বলের নাগাল পাননি, এদিকে বল খুঁজে নেয় জাল।