পেরুর ডিফেন্ডারকে ‘বোকা’ বললেন মেসি, কী হয়েছিল মাঠে?
ক্রীড়া সাংবাদিকরা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আগে ভদ্র, শান্ত, বিনয়ী ইত্যাদি বিশেষণগুলো বেশি ব্যবহার করেন। বিতর্কে গা না মাখানো মেসি সময়ের সাথে পরিবর্তন হয়েছেন অনেকটাই। এখন মাঝেমধ্যেই মেজাজ হারাতে দেখা যায় এই কিংবদন্তি ফুটবলারকে। বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিপক্ষে ম্যাচেও তেমনটাই দেখা গেল। পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানোকে বোকা বললেন এই মহাতারকা।
আজ বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে বুয়েইন্স আইরেসে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের দ্বাদশ রাউন্ডের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৫৫তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি পান লাউতারো মার্তিনেজ। জয় পেলেও মেসির সঙ্গে পেরুর সেই ডিফেন্ডারের কথপোকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে ওই ডিফেন্ডারকে ‘বোবো’ বলে সম্বোধন করতে শোনা যায় মেসিকে। যার বাংলা অর্থ দাঁড়ায় বোকা।
মূলত, ম্যাচের ৩৬তম মিনিটে বল নিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে ঢুকে পড়েছিলেন মেসি। তবে পেছন থেকে ট্যাকল করে বলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন জামব্রানো। সে সময় তার হাত মুখে লাগে মেসি। বিষয়টি ভালোভাবে নেননি মায়ামি তারকা। তখনই পেরুর এই ডিফেন্ডারের সঙ্গে বাক্য বিনিময় হয় মেসির।
এরপর হাঁটতে হাঁটতে মেসি বলেন, 'তুমি কি করছ, বোকা?' একই বাক্য কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভেগহোর্স্টকে দেখে বলেছিলেন মেসি। সেই ফুটেজ তখন রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হবে পরের বছরের মার্চ পর্যন্ত। সে সময় উরুগুয়ে আর ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।