শুক্রবার শুরু বোর্ডার-গাভাস্কার ট্রফি, রোহিতদের হুঙ্কার কামিন্সের
ভারত এবং অস্ট্রেলিয়া সিরিজ মানেই উত্তেজনা, স্লেজিং এবং দুর্দান্ত ক্রিকেট। এই দুই দলের মধ্যকার সবচেয়ে বড় লড়াই ধরা হয় বোর্ডার-গাভাস্কার ট্রফিকে। যা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর)। ২০১৪-১৫ বোর্ডার-গাভাস্কার ট্রফির পর থেকে ভারতকে আর সিরিজে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। তাই ঘরের মাঠে খেলা হলেও চাপেই আছে অসিরা। সেই চাপকে জয় করে ভারতকে হতাশায় ডোবাতে মরিয়া অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
প্রথম টেস্টে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা তার দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ভারতে রয়েছেন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোশুট হয়েছে। শুধু ম্যাচ শুরুর অপেক্ষা।
জানা গেছে, পার্থের টেস্টে পাঁচদিনই ঘাস থাকবে। যার ফলে তৃতীয় দিনের পর তেমন কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই। যার ফলে পেসারদের দাপট দেখা যাবে পার্থে। সেই হিসেবে বুমরাহ, হারশিত রানা, মোহাম্মদ সিরাজরা গতির ঝড় তুলতে প্রস্তুত। আবহাওযার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন আকাশ মেঘলা থাকবে। ২০-৩৪ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম দিন। সেক্ষেত্রে খেলা শুরুর পর বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।
সংবাদ সম্মেলনে এসে কামিন্স জানিয়ে দিলেন, এই সিরিজকে ঘিরে কোনো বাড়তি চাপ নেই তাদের ক্রিকেটারদের ওপর, তবে ঘরের মাঠে খেলা সবসময়ই চাপের। কামিন্স বলেন, ‘কোনো বাড়তি চাপ নেই। তবে ঘরের মাঠে খেলাটা সবসময়ই চাপের। ভারতের অনেক প্রতিভা রয়েছে, একটা ভালো লড়াই হতে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারাটা খুবই ভালো বিষয় হবে। ভারত ভালো দল, তবে আমরাও প্রস্তুত।’
অস্ট্রেলিয়া দলে আছে নতুন এক মুখ। পার্থ টেস্ট দিয়েই অভিষেক হবে ওপেনার ন্যাথান ম্যাকসুয়েনির। ডেভিড ওয়ার্নারের অবসরের পর চার টেস্টে ওপেন করেছেন স্টিভেন স্মিথ। সেই পরীক্ষা শেষে তিনি এখন ফিরছেন চেনা পজিশনে। ম্যাকসুয়েনি শুরু করছেন তার অধ্যায়।
ভারত এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫২টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র ৯টি জিতেছে এবং ৩০টি হেরেছে। ভারতীয় দল ২০১৬-১৭ থেকে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অপরাজিত। ভারত শেষবার এই সিরিজে পরাজিত হয়েছিল ২০১৪-১৫ সালে। তার পর থেকে অস্ট্রেলিয়া দুবার ভারত সফর করেছে। তাই এবার শেষ হাসি কে হাসে, তাই দেখার অপেক্ষা।