আইপিএল মেগা নিলাম
৭ কোটিতে পাঞ্জাবে ইয়ানসেন, বেঙ্গালুরুতে ক্রুনাল
আইপিএল নিলামের প্রথম দিনটা ছিল রোমাঞ্চে ভরপুর। ৫৭৪ জন ক্রিকেটার তালিকায় থাকলেও ৭২ জনকে কিনতেই দলগুলোর খরচ হয়েছে ৪৬৭.৯৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে খুব বেশি অর্থ না থাকায় চড়া দামে কাউকে নেওয়ার সুযোগ খুব একটা নেই। এরপরও ১৩২ জনের কপাল খুলছে মেগা নিলামের দ্বিতীয় দিনে। এবার দল পেলেন মার্কো ইয়ানসেন।
আজ সোমবার (২৫ নভেম্বর) সৌদির জেদ্দায় অনুষ্ঠানরত নিলামের দ্বিতীয় দিনে সবার প্রথমে দল পেলেন ক্যারিবীয় তারকা রভম্যান পাওয়েল। তাকে ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তার ভিত্তিমূল্যও ছিল দেড় কোটি রুপি।
এরপর দল পান দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি। ২ কোটি রুপি ভিত্তিমূল্যে তাকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় গুজরাত টাইটান্স। চমক দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। মাত্র ২ কোটি ৪০ লাখ রুপিতে ধোনির দলে যোগ দিয়েছেন ইংলিশ তারকা অলরাউন্ডার স্যাম কারান। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ কোটি রুপিতে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেন। তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।
দল পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতে তাদের খরচ হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত দল পাননি ভারতীয় তারকা ক্রিকেটার অজিনকা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শারদুল ঠাকুর। সেই তালিকায় নতুন করে যোগ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল।
উল্লেখ্য, এবারের নিলামে দল পাওয়ার অপেক্ষায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার। গতকাল (রোববার) প্রথম দিনে অবশ্য বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিলামের শেষ দিনে আজ তাদের ডাকা হতে পারে। সাকিব-মুস্তাফিজরা দল পান কিনা, সেটা দেখার অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।