এক ম্যাচ হাতে রেখে এনসিএলের শিরোপা জিতল সিলেট
বরিশালকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যায় সিলেট। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেটের চোখ ছিল ঢাকা মেট্রো ও রংপুরের ম্যাচে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ম্যাচটি ড্র হওয়ায় শিরোপা নিশ্চিত হয় সিলেটের। এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে দলটি।
এনসিএলের ষষ্ঠ রাউন্ডে আজ প্রথমে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে জয় তুলে নেয় সিলেট। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়ায় ৩৭। অন্যদিকে, বিকেলে কক্সবাজার স্টেডিয়ামে ঢাকা-রংপুর ম্যাচে কোনো ফল আসেনি। এতে, সিলেটের শিরোপা জয়ে আর কোনো বাধা থাকেনি। রংপুর জিতলে তাদের আরও এক ম্যাচ অপেক্ষা করতে হতো।
জাতীয় লিগের ২৬তম আসরে এসে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল সিলেট। সেরা হওয়ার ম্যাচে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩০৪ রানে অলআউট হয় বরিশাল। সিলেট তোলে ৩৪২ রান। পায় ৩৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যায় বরিশাল। সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৫ রানের।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট। বিপদ সামলে চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়েন অমিত ও নাসুম। ৫২ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪৪ রান করে সাজঘরে ফেরেন নাসুম। অমিত মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। ৬৯ বলে পাঁচটি চারে ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি।