সোশ্যাল মিডিয়ার ট্রল নিয়ে মুখ খুললেন পৃথ্বী
বয়স সবে মাত্র ২৫। এরই মধ্যে হারিয়ে যেতে বসেছেন পৃথ্বী শ। দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য তিনি। এবার আইপিএলের দরজাও বন্ধ হয়ে গেছে। ক্যারিয়ারের শুরুতে হইচই ফেলে দেওয়া পৃথ্বী শকে এবারের মেগা নিলামে নেয়নি কোনো দলই।
বলা চলে ক্রিকেটের গন্ডি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার। আজকাল নিয়মিত ট্রলের শিকারও হচ্ছেন পৃথ্বী। বিশেষ করে পৃথ্বীর বিশৃঙ্খল জীবনযাপন ও অলসতা নিয়ে প্রচুর ট্রল হয়। এমন অবস্থায় মুখ খুলেছেন এই ভারতীয় ক্রিকেটার।।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে পৃথ্বী বলেছেন, ‘ওরা আমার অনুসরণকারীদের তালিকায় নেই। কিন্তু তার পরেও আমাকে নিয়ে মশকরা করে। তার মানে ওরা আমার দিকে নজর রাখছে। আমি কী করছি সেই খবর রাখে। আমাকে নিয়ে মশকরা করলে বা মিম বানালে আমিও দেখি। কিছু কিছু বিষয় খুব নিম্নরুচির হয়। আমারও তো কষ্ট হয়। ভাবি আমি কী ভুল করেছি? কেন আমাকে নিয়ে এত মশকরা হচ্ছে? কিন্তু আমি কাউকে বলতে পারি না। রাস্তায় কেউ আমাকে দেখলেই ভাবে আমি অনুশীলন না করে এখানে কী করছি। তারা জানেই না আমি সারা দিনে কী করি। সব কিছু নিজের মতো ভেবে নেয়।’
অথচ আগ্রাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের শুরুতেই লাইমলাইটে আসলে আসেন পৃথ্বী। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার স্থায়ী হয়নি। মাত্র ৫টি টেস্ট খেলেছেন। ৬ ম্যাচে থমকে গেছে ওয়ানডে ক্যারিয়ার। একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মেরেছেন ডাক। অথচ তার ঘরোয়া পারফরম্যান্সের দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য। ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান সাড়ে চার হাজারের ওপর। ১৩ সেঞ্চুরির মধ্যে আছে ট্রিপল সেঞ্চুরিও। তার ক্যারিয়ার সেরা ইনিংস ৩৭৯ রানের। লিস্ট ‘এ’ অর্থাৎ ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ২৪৪! ৬৫ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ১৪ ফিফটি করেছেন। অথচ সেই ক্রিকেটারই কিনা বর্তমানে ভারতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন। এমনকি আইপিএলেও রইলেন উপেক্ষিত।