সফলতার সহজ কৌশল জানালেন নাহিদ রানা
সাদা পোশাকে অভিষেক হয়েছে চলতি বছর। নাহিদ রানা খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট ম্যাচ। এর মধ্যে গতির ঝড়ে দিশেহারা করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। সমীহ কুড়িয়েছেন বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা তারকা ও বিশেষজ্ঞের। বাংলাদেশ দলের তরুণ এই গতি তারকা আগুন ঝরাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্বাগতিকদের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে শিকার করেছেন পাঁচ উইকেট। যা টেস্ট ক্রিকেটে নাহিদের প্রথম ফাইফার। পাঁচ উইকেট পেয়ে আনন্দিত নাহিদ নিজের সফলতার রহস্য জানালেন। তবে, তাতে নেই কোনো বিশেষ কৌশল। তিনি চেয়েছেন নিজের সহজাত বোলিং করে যেতে। সফলও হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিওবার্তায় আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) নাহিদ বলেন, ‘প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। চেষ্টা করেছি ব্যাটারদের কোনো সুযোগ না দিয়ে লাইন ঠিক রেখে কীভাবে বোলিং করা যায়। কোন পরিস্থিতে কোন ব্যাটারকে কীভাবে বল করা যায়, সেটা মাথায় রেখেছি। আমার কাছে মনে হয়েছে, এই উইকেটে লাইন ঠিক রেখে বল করাটাই বোলারদের জন্য ভালো। ব্যাটাররা বিভিন্ন শট খেলার চেষ্টা করে। সেখান থেকে বোলারদের সুযোগ বের করে নিতে হয়।’
নাহিদের দুর্দান্ত বোলিংয়ে জ্যামাইকা টেস্টে গুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৬৪ রানে অলআউট হলেও এই পেসারের চমৎকার পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৪৬ রানে। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের লিড এখন ২১১।