বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু, যা বললেন নাহিদ
চিরায়ত ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল যখন ব্যাকফুটে, তখন উদ্ধার করলেন বোলাররা। নাহিদ রানার পেস ঝড়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ ভালো অবস্থানে থেকেও ব্যর্থ হয় লিড নিতে। প্রথম ইনিংসে ১৬৪ রানের পুঁজি নিয়ে জ্যামাইকা টেস্টে বাংলাদেশ নেয় ১৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটাররা ভালো করছেন। পাঁচ উইকেটে ১৯৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। লিড এখন ২১১ রান।
প্রথম টেস্টে হারায় দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য বাঁচামরার। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং হতাশ করলেও এখন আশার পালে জোর হাওয়া। চতুর্থ দিনে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্যাটাররা দলকে আরেকটু টেনে নিলে জয়ের সম্ভাবনা আছে বলে মনে করেন নাহিদ রানা।
জ্যামাইকা টেস্টে ইনিংসে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন নাহিদ। বাংলাদেশকে চালকের আসনে বসাতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিওবার্তায় নাহিদ জানান, আড়াইশ’র ওপর রান তুলতে পারলে এগিয়ে থাকবে সফরকারীরা।
নাহিদ বলেন, ‘আমরা একটা ভালো জায়গায় আছি। এখান থেকে যদি আড়াইশর ওপরে যেতে পারি, তাহলে ভালো কিছু একটা পাব। কারণ, চতুর্থ দিন থেকে এখানে ব্যাটিং করাটা কঠিন। উইকেটে বাউন্স থাকবে, স্পিনে টার্ন থাকবে। তাই, আশা করি চতুর্থ দিন থেকে ভালো কিছু বের করতে পারব আমরা।’