ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
আগেই যুব এশিয়া কাপের সেমির টিকিট নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ, এবার জানা গেল সেটাও। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ অপরাজিত পাকিস্তান। শুক্রবার থেকে শুরু হবে সেমিফাইনালের লড়াই। ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে হারাতে মরিয়া যুবারা।
গ্রুপ ‘এ’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে এসেছে পাকিস্তান। দুবাইতে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের যুবারা ৪৩ রানে হারায় ভারতকে। এরপর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় ৬৯ রানে। শেষ ম্যাচে জাপানের বিপক্ষে তারা জয় পেয়েছে ১৮০ রানের বিশাল ব্যবধানে।
অন্যদিকে গত রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ১৪২ রানের লক্ষ্য ১২৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল। এতেই নিশ্চিত হয় শেষ চারের টিকিট। ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যুব এশিয়া কাপ শিরোপা। সেবার সেমিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ।
এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আরব আমিরাতে গেছে তারা। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপে দলটি এবার আছে দুর্দান্ত ছন্দে। শিরোপার সেই ধারা এবার অব্যাহত রাখতে চায় যুবারা।