বসুন্ধরা ঘুরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী গন্তব্য বিসিবি
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ট্রফিটি। ট্রফির সঙ্গে ছবি তুলতে ভীড় জমান দর্শকেরা। সঙ্গে ছিল নানা গেমিং ইভেন্ট। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয় ট্রফিটি।
বাংলাদেশে আসার পর প্রথমে কক্সবাজারে প্রদর্শিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখান থেকে ঢাকায় আনা হয়। আজ দর্শক পর্ব শেষে আগামীকাল ট্রফিটি যাবে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সেখানে নারী ও পুরুষ জাতীয় দলের ক্রিকেটার, বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সংবাদকর্মীদের জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে। বাংলাদেশ থেকে পরের সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে ট্রফিটি।
এদিকে, বসুন্ধরা সিটিতে আজ চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে দিনভর ছিল মানুষের উপচে পড়া ভীড়। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ, সব শ্রেণিপেশার মানুষ ছিলেন সেখানে। দর্শকের চাওয়া এই ট্রফিটি যেন জিততে পারে বাংলাদেশ। তাহলে আর কাঁচঘেরা বাক্সে দেখতে হবে না। তারা বাংলাদেশ দলের ক্রিকেটারদের হাতে দেখতে চান ওয়ানডে ক্রিকেটের মর্যাদার এই শিরোপা।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ওয়ানডে তালিকার সেরা আটটি দল খেলবে এই প্রতিযোগিতায়। ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো প্রতিযোগিতা হওয়ার পথে।