উন্নয়নশীল দেশগুলোর জন্য ৩০০ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল অনুমোদন

আজারবাইজানের রাজধানী বাকুতে তিক্ততায় রূপ নেওয়া আলোচনার পর বিশ্ব আজ রোববার (২৪ নভেম্বর) বার্ষিক ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল অনুমোদন করেছে। তবে দুর্যোগে পর্যদুস্ত দরিদ্র দেশগুলো বিশ্বের দূষণের জন্য দায়ী বিত্তবান দেশগুলোর প্রতিশ্রুত এই তহবিলকে ‘অপমানজনক নগন্য’ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপির।

দুই সপ্তাহের দম আটকে আসার মতো বিশৃঙ্খল দর-কষাকষি এবং বিনীদ্র রাতের পর আজারবাইজানের একটি স্পোর্টস স্টেডিয়ামে প্রায় ২০০টি দেশ বিতর্কিত এই অর্থচুক্তিতে পৌঁছাতে পেরেছে।

কপ২৯ : জলবায়ু অর্থায়ন নিয়ে সুবিচার দাবি উন্নয়নশীল দেশগুলোর

আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ২৯) শেষের দিকে এসে ঠেকেছে। সম্মেলনের মূল আলোচ্য বিষ ‘জলবায়ু অর্থায়ন’ নিয়ে গভীর বিভক্তি ও মতবিরোধ তৈরি হয়েছে।

উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর কাছে জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণের জন্য চাপ বাড়ালেও সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থতা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জলবায়ু তহবিল নিয়ে প্রস্তাবিত একটি নতুন খসড়া ঘোষণা করা হলে, এটি পুরো সম্মেলন জুড়ে ক্ষোভের সৃষ্টি করে।

এলডিসি’র জন্য ২০০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাবে সমর্থন জানাতে বাংলাদেশের আহ্বান

জলবায়ু সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাবে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়- আজ শুক্রবার (২২ নভেম্বর) আজারবাইজানের বাকুতে কপ২৯-এর চূড়ান্ত ফলাফলের বিষয়ে এলডিসি মন্ত্রী এবং ইইউ মন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক বৈঠকে এই আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য মো. জিয়াউল হক। 

জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস

আজারবাইজানে জলবায়ু সম্মেলনে যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস। বিস্তারিত দেখুন ভিডিওতে…

সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সবুজ শিল্প বিকাশের জন্য পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও রেয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

জলবায়ু ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান

জীবাশ্ম জ্বালানির ভাগ্য নির্ধারণে যে মতভেদ তৈরি হয়েছে, তা নিরসনে আলোচনাকারীদের সময় দেওয়ার পাশাপাশি আগামী সপ্তাহের আগেই অভিন্ন লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানোর জন্য কপ-২৮ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দুবাইয়ে চলতে থাকা জাতিসংঘের জলবায়ু সম্মেলনের সভাপতি আরব আমিরাতের সুলতান আহমেদ আল জাবের। খবর এএফপির।

ডেঙ্গুসহ পতঙ্গবাহী রোগ বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুরোগসহ পতঙ্গবাহী রোগ বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় মন্ত্রী এ কথা বলেন। আজ সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কপ২৭ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে অগ্রগতি নেই

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোর জন্য আর্থিক সহায়তা দিতে তহবিল গঠন নিয়ে কপ২৭ সম্মেলনে ঐতিহাসিক চুক্তি হলেও জীবাশ্ম জ্বালানি কমানো নিয়ে কোনও অগ্রগতি হয়নি।

সম্মেলনের নথিতে ধাপে ধাপে জীবাশ্ব জ্বালানি থেকে বেরিয়ে আসা নিয়ে কোনও চুক্তি হয়নি। কপ২৭ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধান আলোচক অলোক শর্মা বলেন, ‘ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানি থেকে নিষ্কৃতি? এই সম্মেলনের টেক্সটে সেটি নেই।’

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে টানা উত্তেজনায় দরকষাকষি

মিশরে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ২৭) একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে বিশ্ব নেতাদের দরকষাকষি যুগান্তকারী সিদ্ধান্তে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

এরই মধ্যে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় লোহিত সাগরের রিসোর্ট শার্ম এল শেখে দুই সপ্তাহের এই সম্মেলনের সময় বাড়ানো হয়েছে। আর এক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলো যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিলের জন্য কারা অর্থ দেবে সে বিষয়টিই এখন প্রধান আলোচ্যসূচি হয়ে দেখা দিয়েছে।

ব্যাপক উত্তেজনা নিয়ে শুরু হওয়া কপ সম্মেলনস্থলে বিক্ষোভ

শেষ হয়েছে কপ২৭-এর প্রথম সপ্তাহের আলোচনা৷ এবারের সম্মেলনে বিভিন্ন বিষয়ে ভেন্যুতেই হয়েছে বিক্ষোভ। একেক দিনের থিম বা বিষয় একেক হওয়ায় বিক্ষোভকারীদের স্লোগানও সেভাবেই বদলেছে। আগামীকাল সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ সপ্তাহ৷

মিসরের শারম আল শাইখে সিনাই পর্বতমালার পাদদেশে ও লোহিত সাগরের তীরে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপের ২৭তম আসর৷ ব্যাপক উত্তেজনা নিয়ে শুরু হওয়া এই আসরের প্রথম সপ্তাহ শেষ হলো গতকাল শনিবার৷ আজ রোববার বিরতি দিয়ে আবার সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় সপ্তাহের আলোচনা৷ 

শুরু হয়েছিল যে দুঃসংবাদ দিয়ে

Pages