বাংলাদেশের বাজারে আসছে রেনো৫
স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের জনপ্রিয় রেনো সিরিজের ফোনগুলোতে ক্যামেরা সেটআপের কারণে স্মার্টফোন ফটোগ্রাফি উৎসাহীদের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখতে সম্প্রতি অপো রেনো সিরিজের নতুন স্মার্টফোন রেনো৫ বাংলাদেশের বাজারে নিয়ে আসছে।
এক বিজ্ঞপ্তিতে অপো জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার জন্যে অপো রেনো৫-এর পুরুত্ব মাত্র ৭.৭ মিলিমিটার এবং ওজনে মাত্র ১৭১ গ্রাম। এত কম্প্যাক্ট ও লাইটওয়েট অর্জনে অপো ক্রমাগত নেতৃস্থানীয় প্রযুক্তি অপটিমাইজেশন ব্যবহার করেছে। রেনো৫-এ ‘এভার-চেঞ্জিং কালারের ইফেক্ট আনার জন্য স্মার্টফোন শিল্পে প্রথমবারের মতো অপো ডায়মন্ড স্পেকট্রাম প্রক্রিয়া বাস্তবায়ন করেছে, যা তিনটি ভিন্ন ভিন্ন স্তরে গঠিত। পিকাসাস ফিল্ম—একাধিক ন্যানো-স্তর অপটিক্যাল রিফ্লেকটিভ ফিল্মের সমন্বয়ে একটি প্রতিফলক; একাধিক কোণ থেকে আলো প্রতিরোধ করতে ফ্রেসনেল লেন্স টেক্সচার এবং রিফ্লেকটিভ ইন্ডিয়াম কোটিং, যা ফোনে একটি প্রিমিয়াম ফিল প্রদান করে এবং অনন্য ম্যাট ফিনিশের ফলে চমৎকারভাবে ফিঙ্গারপ্রিন্ট রেসিস্ট্যান্ট।
শিগগিরই রেনো৫ স্মার্টফোন বাজারে উন্মোচন করা হবে বলে জানিয়েছে অপো বাংলাদেশ।