মাত্র ৯৯ টাকায় ১০ জিবি ওয়েব হোস্টিং দিচ্ছে ভোল্টাহোস্ট বাংলাদেশ
দেশের শীর্ষ স্থানীয় ডোমেইন ও হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ভোল্টাহোস্ট বাংলাদেশ লিমিটেড দিচ্ছে প্রতিমাসে মাত্র ৯৯ টাকায় ১০ জিবি এনভিএমই এসএসডি ওয়েব হোস্টিং। যাতে আরো থাকছে প্রতিমাসে আনলিমিটেড ব্যান্ডউইথ, সি প্যানেল হোস্টিং, ক্লাউডলিনাক্স অপারেটিং সিস্টেম, ফ্রি ক্লাউডফ্লেয়ার সিডিএন, লাইটস্পিড ওয়েব সার্ভার, অটোস্ক্রিপ্ট ইন্সটল সিস্টেম (সফটকোলাস), লাইফটাইম ফ্রি এসএসএল সার্টিফিকেট এবং ৯৯.৯% আপটাইম গ্যারান্টেড।
ভোল্টাহোস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ভোল্টাহোস্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আরাফাত রহমান জানান, ভোল্টাহোস্ট বাংলাদেশ ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে করপোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ও ডেডিকেটেড সার্ভার দিচ্ছে।
ভোল্টাহোস্ট বাংলাশের কাস্টমাররা বিকাশ, নগদ, রকেট, ডিবিবিএল নেক্সাস কার্ড এবং যেকোনো ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই তাদের বিল পরিশোধ করতে পারবেন।