১০ বছর পর চেহারা বদলাচ্ছে উইকিপিডিয়া
যাত্রার ২০ বছরের মাথায়, ১০ বছর পর ডেস্কটপ সংস্করণের নকশায় পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া। এক ব্লগ পোস্টে এমন তথ্য জানিয়েছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ওলগা ভাসেলিভা।
প্রযুক্তি সাইট দ্য ভার্জ ও সিএনএনের খবর, একবারেই ডেস্কটপ সংস্করণের নকশায় পরিবর্তন নিয়ে আসছে না উইকিপিডিয়া। ধীরে ধীরে এই পরিবর্তন করা হবে। তবে ২০২১ সালের আগেই পুরো নকশায় পরিবর্তন আসবে।
জানা গেছে, নতুন এই নকশায় উইকিপিডিয়ার লোগো ছোট করা হচ্ছে। এ ছাড়া সার্চ টুল ও সাইডবারেও আসছে পরিবর্তন। নতুন করে যুক্ত হচ্ছে জিফ অ্যানিমেশন শেয়ারের ফিচার। এ ছাড়া যুক্ত হচ্ছে ভাষা পরিবর্তনের জন্য নতুন বাটন।
উইকিপিডিয়ার মূল প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন ওই ব্লগ পোস্টে জানিয়েছে, উইকিপিডিয়ায় কন্টেন্ট দ্রুত বৃদ্ধি পেয়েছে, তবে ইন্টারফেসের গতি বজায় রাখেনি। নতুন গ্রাহকের কাছে সাইটটি আরো আকর্ষণীয় করে তুলতেই নকশা বদলানো হচ্ছে। তবে মোবাইল সংস্করণে এই নকশা বদলাচ্ছে কি না, সে তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।