১৩,৯৯০ টাকায় বাজারে রিয়েলমি নারজো ২০
অনলাইন ইভেন্টের মধ্য দিয়ে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের গেম মাস্টার রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটি উন্মোচন করেছে। গেমিং সেন্ট্রিক এই স্মার্টফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং টাইপ-সি ১৮ ওয়াটের কুইক চার্জিং প্রযুক্তি।
এক বিজ্ঞপ্তিতে রিয়েলমি জানিয়েছে, ডাইনামিক ভিক্টরি ডিজাইন সমৃদ্ধ রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনে রয়েছে অক্টা-কোর সিপিইউ, ৬.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লে। রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা। দেশের স্মার্টফোন গেম লাভারদের জন্য অসাধারণ এই ফোনটির দারাজে ফার্স্ট অনলাইন সেল শুরু হবে আগামীকাল (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায়। দারাজে গেম মাস্টার রিয়েলমি নারজো ২০ বিশেষ অফারে ১৩ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাবে।
রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটিতে থাকছে পাওয়ারফুল হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। আনতুতু বেঞ্চমার্কে এর গেমিং স্কোর দুই লাখের বেশি। পাশাপাশি থাকছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে টাইপ সি ১৮ ওয়াটের কুইক চার্জ সুবিধা। আধুনিক সব টেক ফিচারের সমন্বয়ে তরুণ গেমারদের লাইফস্টাইলকে সমুন্নত করতেই রিয়েলমি এই ফোন বাজারজাত করছে।
তরুণ গেমারদের জন্য রিয়েলমি নারজো ডিভাইসে থাকছে সেরা হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশন। গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০ গেমিং প্রসেসরের অসাধারণ কার্যক্ষমতায় গেমিং ছাড়াও যেকোনো কাজে বিস্ময়কর গতি নিশ্চিত করবে।
সিলভার সোর্ড ও ব্লু ব্লেইড, এ দুটি ডাইনামিক রঙে রিয়েলমি নারজো ২০-এ থাকছে ৮৮.৭ শতাংশ ক্রিন-টু-বডি রেশিওর বিশাল ৬.৫ ইঞ্চি মিনি ড্রপ ডিসপ্লে, যা দেবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স। বড় অ্যাপারচারের ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরায় কম আলোতে নিখুঁত ছবি তোলা যাবে। আর ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে চমৎকার ডিটেইলসের সেলফি। তরুণদের জন্য রিয়েলমি নতুন এই স্মার্টফোনটি সিলভার সোর্ড এবং ব্লু ব্লেড এই দুটি দারুণ রঙে পাওয়া যাবে।
রিয়েলমি নারজো ২০ উন্মোচন প্রসঙ্গে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, ‘ধারাবাহিকভাবে বাজার গবেষণা করে আমরা দেখতে পেয়েছি, এই মূল্য পরিসীমার মধ্যে উন্নতমানের গেমিং স্মার্টফোনের অভাব রয়েছে। তরুণদের কথা বিবেচনা করেই আমরা রিয়েলমি নারজো সিরিজের ডিভাইস বাজারে নিয়ে এসেছি। রিয়েলমি নারজো ২০ স্মার্টফোনটি এ দেশের তরুণদের গেমিং চাহিদা পূরণ করে নতুন ট্রেন্ডসেট করবে।’