মানুষ চেনা যায় ফেসবুক স্ট্যাটাসেই
আপনি কি ফেসবুকে ঘনঘন রোমান্টিক মুহূর্তগুলো বা নিজের অর্জন নিয়ে স্ট্যাটাস দেন? তবে হয় আপনি আত্মকেন্দ্রিক, নয়তো আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছেন।
যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এক গবেষণায় দেখিয়েছেন, যেসব ব্যক্তি ফেসবুকে তাঁদের ডায়েট, রোজকার রুটিন কাজকর্ম এবং অন্যান্য অর্জন নিয়ে ঘনঘন স্ট্যাটাস দেন, তাঁরা মূলত আত্মকেন্দ্রিক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গবেষণা দলের প্রধান অধ্যাপক টারা মার্শাল বলেন, ‘কেন মানুষ ফেসবুকে নির্দিষ্ট বিষয় নিয়ে লিখছে, সেটা বিবেচনা করে দেখা দরকার। কেননা, এসব স্ট্যাটাসে লাইক বা কমেন্ট পাওয়াটাকে অনেকে পুরস্কার হিসেবে গণ্য করেন।’
যাঁরা বেশি ‘লাইক’ বা ‘কমেন্ট’ পান, তাঁরা নিজেদের সামাজিকভাবে বেশি গ্রহণযোগ্য মনে করেন। অথচ যাঁরা তা পান না, তাঁরা নিজেদের একঘরে বা অজনপ্রিয় মনে করেন।
৫৫৫ জন ফেসবুক ব্যবহারকারীর ওপর অনলাইনে এ জরিপ চালানো হয়।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, আত্মকেন্দ্রিক লোকেরা নিজেদের সফলতা ও অন্যান্য বিষয় নিয়ে বেশি স্ট্যাটাস দিতে ভালোবাসেন। স্ট্যাটাসের লাইক ও কমেন্টের ভিত্তিতে নিজেদের জনপ্রিয়তা পরিমাপ করে তারা।
অন্যদিকে, আত্মবিশ্বাসে ঘাটতি আছে এমন ব্যবহারকারী রোমান্টিক মুহূর্তগুলো নিয়ে বেশি স্ট্যাটাস দিতে পছন্দ করেন। এসব ব্যবহারকারী প্রায় সময়ই নিজেদের একঘরে মনে করেন এবং নিজেদের দুর্বলতা নিয়ে স্ট্যাটাস আপডেট করে থাকেন। গবেষকরা বলছেন, এ ধরনের লোকদের আত্মসম্মানবোধ কম থাকে।