আয়ারল্যান্ডে ফেসবুকের নতুন ডাটা সেন্টার
আয়ারল্যান্ডে একটি নতুন ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে ফেসবুক। বিশ্বে ক্রমেই বিস্তার ঘটছে তাদের, তাই আগেভাগেই প্রস্তুতি হিসেবে পুনর্নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভর করে ২০০ মিলিয়ন ইউরো কিংবা ২২৪ মিলিয়ন ডলারের একটি ডাটা সেন্টার প্রতিষ্ঠা করবে ফেসবুক।
দ্য জার্নাল আই ডট ই-এর ভাষ্যমতে, প্রায় ৫০ হাজার স্কয়ার মিটারজুড়ে ডাটা সেন্টারটি স্থাপন করা হবে কাউন্টি মিথে, যা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন থেকে মাত্র নয় মাইল পশ্চিমে।
অবশ্য আয়ারল্যান্ডের সঙ্গে ফেসবুকের এই সম্পর্ক নতুন নয়। ২০০৮ সালে ফেসবুক আয়ারল্যান্ডে তাদের আন্তর্জাতিক সদর দপ্তর প্রতিষ্ঠা করে। এক হাজারের বেশি আইরিশ কর্মকর্তা বর্তমানে ফেসবুকে কর্মরত রয়েছেন। আর ফেসবুকের এবারের পরিকল্পনায় সরাসরি সমর্থন রয়েছে আয়ারল্যান্ড সরকারের।
ফেসবুকের বর্তমানে ব্শ্বিজুড়ে মোট চারটি ডাটা সেন্টার রয়েছে। এর মধ্যে অন্যতম একটি সুইডেনে। তাই আয়ারল্যান্ডে ডাটা সেন্টারটি প্রতিষ্ঠিত হলে সেটি হবে ইউরোপে দ্বিতীয়।
প্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলোকে আয়ারল্যান্ড এখন বেশ ভালোভাবে আকর্ষণ করছে বিনিয়োগের জন্য। মূলত দেশটির নাতিশীতোষ্ণ জলবায়ু আর অপেক্ষাকৃত কম করপোরেট ট্যাক্সই অ্যাপেল, মাইক্রোসফট কিংবা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।
ফেব্রুয়ারিতে অ্যাপল ঘোষণা দিয়েছিল, ইউরোপে দুটি ডাটা সেন্টার প্রতিষ্ঠার জন্য তারা ১ দশমিক ৯৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক। এর মধ্যে একটি হবে আয়ারল্যান্ডে এবং অপরটি হবে ডেনমার্কে।
এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে গুগল এবং মাইক্রোসফটও তাদের ডাটা সেন্টার প্রতিষ্ঠার জন্য বেছে নিয়েছে আয়ারল্যান্ডের মাটিকে।