হঠাৎ ভাইরাল বিয়ের নাচ-গান
উপমহাদেশের বিয়ে মানেই সেখানে নাচ-গান আর হৈ-হুল্লোড় থাকবে। জমকালো আর খরুচে বিয়ের অনুষ্ঠান করাতে ভারতীয়দের জুড়ি মেলা ভার। এমনই এক জমকালো বিয়ে হয়েছে কিছুদিন আগে। সেখানে নববধূর সঙ্গে সঙ্গীদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।
ম্যাশেবলের খবর থেকে জানা যায়, ভিডিওটি দুই মাসের পুরোনো হলেও হুট করেই ভিডিওটি ভাইরাল হওয়া শুরু করে গতকাল শুক্রবার থেকে। এরইমধ্যে ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭০ লাখেরও বেশিবার। প্রাক বিবাহ অনুষ্ঠানে আয়োজিত নাচগানের ভিডিওটিতে দেখা যায়, নববধূ বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি গানের সংমিশ্রণে নাচছেন।
গানগুলো ছিল, প্রেম রতন ধন পায়ো (প্রেম রতন ধন পায়ো), ঘাগরা (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), দিওয়ানি-মাস্তানি (বাজিরাও মাস্তানি), জ্বালতে দিয়ে (প্রেম রতন ধন পায়ো), মানওয়া লাগে (দিলওয়ালে), ডাফলি ওয়ালে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), রাধা (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), বান্নতি রাসাই ঘারি (তানু ওয়েডস মানু রিটার্ন), মে খানি বাবারি হোগি (তানু ওয়েডস মানু রিটার্ন), দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), বালাম পিচকারি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), ঢোল বাজে (গলিও কি রাসলীলা, রামলীলা), কই লাড়কি হ্যায় চাক ধুম ধুম (দিল তো পাগল হ্যায়), আজা মাহিবে (কাল হো না হো) প্রভৃতি।
প্রথমে তিনি নববধূ একা নাচলেও পরে তার বান্ধবীরা যোগ দেন। এ সময় পরিবারের সদস্যরা নৃত্য পরিবেশন উপভোগ করেন। কিন্তু ঠিক কোন কারণে ভিডিওটি এতবার দেখা হলো, সেটি জানতে আপনাকেও দেখে নিতে হবে ভিডিওটি।