টুইটারে আড়াই কোটি ভুতুড়ে অ্যাকাউন্ট!
আড়াই কোটি টুইটার অ্যাকাউন্ট থেকে কোনো টুইট করা হয় না। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বর্তমানে টুইটারে ২৮ কোটি ৪০ লাখের মতো অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে দুই কোটি ৪০ লাখ অ্যাকাউন্ট থেকে কখনোই কোনো টুইট করা হয়নি। ভ্যালুওয়াকের এক রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, এসব অব্যবহৃত অ্যাকাউন্টের পরিমাণ ৮ শতাংশ এবং এগুলো রোবট দ্বারা পরিচালিত হয়ে থাকে বা স্প্যামও হতে পারে ।
টুইটার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এসব অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করে দেওয়ার কথা ভাবছে টুইটার। মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে যেসব ব্যবহারকারী টুইটার ব্যবহার করেন তাঁদের মাধ্যমে এসব ভুতুড়ে অ্যাকাউন্ট চালু থাকতে পারে। প্রতি মাসে যে পরিমাণ ব্যবহারকারী টুইটার ব্যবহার করেন তাঁদের মধ্যে অন্তত ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট অথবা এসব অ্যাকাউন্ট খোলার পর আর ব্যবহার করা হয়নি।
এসব তথ্য আরো যাচাই-বাছাই করে দেখার জন্য টুইটারকে আহ্বান জানিয়েছে এসইসি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, অব্যবহৃত অ্যাকাউন্টগুলো বেশিরভাগই মোবাইল অ্যাপ অথবা সফটওয়্যারের মাধ্যমে খোলা হয়েছে। আবার সরাসরি টুইটার ব্যবহার করেও এসব অ্যাকাউন্ট খোলা হয়নি। অন্তত ১১% টুইটার ব্যবহারকারী টুইটডেক বা হুটসুইটের মতো আলাদা সফটওয়্যারের মাধ্যমে টুইটার ব্যবহার করেন।