ফেসবুকের লোগোতে পরিবর্তন
লোগোতে পরিবর্তন এনেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। গত ৩০ জুন থেকে ফেসবুক তাদের পুরনো লোগো পাল্টে নতুন লোগো ব্যবহার শুরু করেছে। এ খবর জানিয়েছে টাইম ও দ্য ভার্জ।
তবে এই পরিবর্তন হয়তো বেশির ভাগ ব্যবহারকারীর চোখেই লাগেনি! কারণটাও খুব সাধারণ। তাদের পুরনো লোগোর সাথে নতুন লোগোর পার্থক্য যৎসামান্য। খুব সাধারণ ফন্টে সাদামাটা লোগোকে আরো বেশিই সাদামাটা করে ফেলেছে ফেসবুক। পরিবর্তন বলতে- লোগোতে থাকা ‘এ’ বর্ণ এবং এবং আগের চাইতে বেশ খানিকটা সরু হয়েছে।
হঠাৎ করে লোগো পরিবর্তনের কারণ জানান ফেসবুকের ক্রিয়েটিভ ডিরেক্টর জশ হিগিনস। তাঁর মতে, ‘আমাদের এই লোগোর আধুনিকীকরণে উদ্দেশ্য ব্যবহারকারীদের সাথে আরো বেশি সম্পৃক্ত ও বন্ধুসলভ হওয়া।’ তিনি আরো জানান, অনেক ধাঁচের লোগোই তাঁরা যাচাই-বাছাই করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এই সাদামাটা লোগোটিই তাঁদের বেশি মনে ধরেছে।
মোবাইল ফোন ডিভাইসের সাথে বেশ ভালো মানিয়ে যাবে এই লোগো, প্রযুক্তিবিদদের ভাষ্য এমনটাই। অনেকের ধারণা স্মার্টফোনে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধিই এই সিদ্ধান্তের মূল কারণ।
মূল ফেসবুক লোগোর পরিবর্তন হলেও ‘এফ’ আদ্যক্ষরে সংক্ষিপ্ত লোগোর কোনো পরিবর্তন করেনি ফেসবুক। তবে এখনি তাদের ওয়েবসাইটে এই লোগো দেখা না গেলেও শিগগিরই নতুন লোগোতে সাজবে ফেসবুক এবং তার বিভিন্ন অ্যাপ।