মৃত্যুর পরও সচল থাকবে ফেসবুক অ্যাকাউন্ট!
মরার আগে সবাই নিজের সম্পদ উইল করে রেখে যান। যেহেতু এখন সামাজিক মাধ্যমের যুগ তাই সেগুলোর অ্যাকাউন্টও উইল করার সুযোগ ব্যবহারকারীরা চাইতেই পারেন! এই কথা মাথায় রেখেই মৃত্যুর পরও যাতে ফেসবুক অ্যাকাউন্ট চালু থাকে সে ব্যবস্থা করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জীবিত থাকতে ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্টকে মনোনীত করে যেতে পারবেন যেখান থেকে তাঁর মৃত্যুর পর তাঁর অ্যাকাউন্ট চালু রাখা হবে।
বৃহস্পতিবার এই ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে যে অ্যাকাউন্টকে মনোনীত করা হবে সে মৃত ব্যক্তির অ্যাকাউন্টের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ মৃত্যুর পরও আপনার অ্যাকাউন্টের গোপনীয়তা বজায় থাকবে।
আপনার মনোনীত ব্যবহারকারী আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ বা বাতিল করতে পারবেন। কভার ফটো এবং প্রোফাইল পিকচার বদলাতে পারবেন। প্রোফাইলের তথ্যও চাইলে বদলাতে পারবেন। সেই সাথে পোস্ট আর্কাইভ করতে পারবেন। তবে আসল ব্যবহারকারীর মৃত্যুর পর মনোনীত ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে শুধু একটি পোস্ট দিতে পারবেন। ঘন ঘন স্ট্যাটাস বা সেলফি আপডেটের সুযোগটা তিনি পাবেন না।
মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ব্যবহার করলেও তার ম্যাসেজগুলো পড়তে পারবেন না মনোনীত ব্যক্তি। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে এই সুবিধা পাবেন ফেসবুক ব্যবহারকারীরা।