ফেসবুকে ক্রিকেটপ্রেমী দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ
খেলার উৎপত্তি ইংল্যান্ডে হলেও উন্মাদনাটা বেশি ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। হওয়াটাই স্বাভাবিক। চারবার বিশ্বকাপ এসেছে এই অঞ্চলে। দক্ষিণ এশিয়ার ক্রিকেট উন্মদনার চিত্র ফুটে উঠেছে ফেসবুকেও।
ব্যবহারকারীদের ফেসবুক অ্যাক্টিভিটিজ বিশ্লেষণ করে বিশ্বকাপের আগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সেখানে শীর্ষ পাঁচ ক্রিকেটপ্রেমী দেশের নাম দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।
ফেসবুক ব্যবহারকারী ক্রিকেটপ্রেমীদের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। তারপর যুক্তরাষ্ট্র। অংশগ্রহণকারী ১৪ দেশের তালিকায় নাম না থাকলেও মার্কিনিদের ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি নেই। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। আর যুক্তরাজ্যের অবস্থান বাংলাদেশের পরই।
ফেসবুকের দেওয়া তথ্যে বলা হয়েছে, ফেসবুকে ক্রিকেট বিষয়ে আগ্রহীদের ৪৫% ভারতীয়। এদের মধ্যে ৮১% পুরুষ এবং ১৯% নারী।
টাইমলাইনে দেওয়া আগ্রহের বিষয় (ইন্টারেস্ট), ব্যবহৃত অ্যাপ্লিকেশন, পেইজ লাইক এবং ছবি, ভিডিও, স্ট্যাটাসসহ অন্যান্য কর্মকাণ্ড দেখে ফেসবুকের ক্রিকেটপ্রেমীদের শনাক্ত করা হয়েছে। ফেসবুকের ১০০ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর মধ্যে ক্রিকেটভক্ত রয়েছেন ১০ কোটি।
বিশ্বকাপে অংশ নেওয়া ১৪টি দলের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের পেইজ সবচেয়ে বেশি জনপ্রিয়। ক্রিকেট সংক্রান্ত ফেসবুকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল, ভারতের এবারের বিশ্বকাপ দলে কারা থাকবেন- এই বিষয়টি! সবচেয়ে বেশি যেসব ক্রিকেটারের নাম এসেছে তাঁরা হলেন যুবরাজ সিং, এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা ও স্টুয়ার্ট বিনি।