ভিডিওতে ইউটিউবকে ছাড়িয়ে যেতে চায় ফেসবুক
সামাজিক যোগাযোগের সব ক্ষেত্রে শীর্ষ অবস্থানে যেতে চাইছে ফেসবুক। ছবি এবং লিংক শেয়ারের ক্ষেত্রে বেশ শক্ত অবস্থানে রয়েছে ফেসবুক। তবে ভিডিও কনটেন্ট শেয়ারিংয়ে এগিয়ে রয়েছে ইউটিউব।
আরো বেশি ভিডিও কনটেন্ট সরাসরি ফেসবুকে আপলোড করার জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করছে ফেসবুক। আর সে কারণে ফেসবুকে যদি ইউটিউবের কোনো ভিডিও শেয়ার করা হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক থেকে একটি মেসেজ দেখানো হয়, যেখানে সরাসরি ফেসবুকে ভিডিও আপলোডের জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করা হয়।
বিশেষ করে করপোরেট ব্যবহারকারীদের ফেসবুকে ভিডিও আপলোডের জন্য অনুরোধ জানাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। জাকারবার্গের নিজেরও এখন আগ্রহের বিষয় ভিডিও কনটেন্ট।
তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নিউ ওয়েব-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যবহারকারীরা নিজেদের শহর বা আশপাশের বন্ধুদের আপলোড করা ভিডিও দেখার ব্যাপারে বেশি আগ্রহী। ফেসবুকে এখন প্রতিদিন ৪০০ কোটি বার ভিডিও দেখা হয়। ভিডিও কনটেন্ট দেখার জন্য ফেসবুক বিশাল একটি ওয়েব ভাণ্ডারে পরিণত হচ্ছে।’
তবে ফেসবুকের এই প্রক্রিয়ার জবাবে ইউটিউব যে চুপচাপ বসে থাকবে, সেটা ভাবার কোনো কারণ নেই। প্রতিদ্বন্দ্বীকে ঠেকাতে ইউটিউব কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়।