তারকাদের সরাসরি দেখা যাবে ফেসবুকে
ফেসবুকের মাধ্যমে এবার ভক্তদের আরো কাছে পৌঁছাতে পারবেন অভিনেতা, খেলোয়াড়, গায়ক কিংবা অন্য তারকারা। ফেসবুক ঘোষণা করেছে শুধু তারকাদের জন্য তারা নিয়ে এসেছে লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের ব্যবস্থা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ভাদিম লাভরুসিক এক ব্লগ পোস্টে বলেন, ‘আজ থেকে ফেসবুক মেনশন অ্যাপ থেকে জনপ্রিয় ব্যক্তিরা তাঁদের ভিডিও সরাসরি ভক্তদের সাথে শেয়ার করতে পারবেন। আপনি লাইভ ব্রডকাস্ট দেখার সাথে সাথে চাইলে সেই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারবেন। শুধু তাই নয় অন্য কোনো বন্ধু বা সেলিব্রেটি লাইভ ভিডিও দেখা শুরু করলে তাও আপনি জেনে নিতে পারবেন।’
লাভরুসিক আরো বলেন, ‘বাস্তবিক জীবনে ভক্তকূলের আরো কাছাকাছি আসতে যেকোনো তারকার জন্য একটি অসাধারণ সুযোগ হতে পারে এই অ্যাপ। কোনো ভক্ত তার প্রিয় তারকার লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ হাতছাড়া করলে পরবর্তীকালে সেটি দেখার সুযোগ থাকবে অর্থাৎ ভিডিওগুলো রেকর্ডও করা হবে।’
ইতিমধ্যে রেসলিং এবং হলিউড তারকা ডোয়াইন জনসন (দ্য রক), টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, কান্ট্রি মিউজিক তারকা লুক ব্রায়ান, ব্রাজিলের ফুটবল তারকা কাকা, অভিনেত্রী অ্যাশলে টিসডেল, এনবিসি সাংবাদিক লেস্টার হল্ট এবং গায়ক মাইকেল বাবলের মতো তারকারা ফেসবুকের এই নতুন ফিচার ব্যবহার করা শুরু করেছেন।
বলা হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে টুইটারের পেরিস্কোপ এবং ইনডিপেনডেন্ট মার্কেট অ্যাপের সাথে প্রতিযোগিতায় নামতেই ফেসবুক যোগ করেছে এই নতুন ফিচার।