টুইটারে তাজমহল, ওয়াই-ফাইও ফ্রি
প্রযুক্তি বিশ্বের অগ্রযাত্রায় ভারত এগিয়ে চলছে অদম্যভাবে। নিজেদের দর্শনীয় স্থানগুলোও বাদ যাচ্ছে না তা থেকে। কিছুদিন আগে মোগল আমলের অমর কীর্তি তাজমহলে ওয়াই-ফাই সেবা চালু করে চারদিকে হৈ চৈ ফেলে দিয়েছিল উত্তরপ্রদেশ রাজ্য সরকার।
এবার তারা এগিয়ে গেল আরো এক ধাপ। গত শনিবার ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব চালু করলেন তাজমহলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট, @Tajmahal ঠিকানায় টুইটারে পাওয়া যাবে তাজমহলের খোঁজ। এখন পর্যন্ত ১৩ হাজার ২০০ ফলোয়ার রয়েছেন তাজমহলের টুইটার অ্যাকাউন্টে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বিশ্বের আর কোনো স্মৃতিস্তম্ভ কিংবা ঐতিহাসিক নিদর্শনগুলোর এরকম টুইটার অ্যাকাউন্ট নেই। এমনটা দাবি করে উত্তর প্রদেশের পর্যটনসচিব বলেন, ‘তাজমহল সারা বিশ্বের প্রথম স্মৃতিস্তম্ভ, যার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট রয়েছে। সারা বিশ্বের দ্বারে পৃথিবীর এই অন্যতম আশ্চর্যকে পৌঁছে দিতে অ্যাকাউন্টটি সহয়তা করবে।’
এর আগেই তাজমহল পরিদর্শন করতে আসা পর্যটকদের জন্য প্রথম ৩০ মিনিট ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা করা হয়েছিল। সেবাটির আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল চলতি বছরের জুনের শেষের দিকে।
তবে প্রথম ৩০ মিনিট ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার পরও তা ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে তা বিনামূল্যে নয়। এর জন্য বিভিন্ন অফারের মধ্যে থেকে একটি সাবস্ক্রাইব করে নিতে হবে।
ওয়াই-ফাইয়ের এই সেবাটি চালু হয়েছিল বিএসএনএল নামের অপারেটরের মাধ্যমে। তারা এর জন্য ব্যবহার করেছিল অপটিকাল ফাইবার, যা কিনা প্রায় ১০০ এমবিপিএসের মতো উচ্চগতিসম্পন্ন ইন্টারনেটসেবা প্রদান করতে সক্ষম।