‘নোট’কে জনপ্রিয় করতে চায় ফেসবুক
আপনি নিয়মিত ফেসবুক চালান। কিন্তু শেষবার কবে একটি নোট লিখেছেন মনে পড়ছে? ফেসবুকে বড় বড় স্ট্যাটাস লিখে হরহামেশাই সেলিব্রেটি বনে যাচ্ছে অনেকে। কিন্তু শুধু লেখালেখির জন্য থাকা ‘নোট’ ফিচারটি কখনোই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে।
তবে মনে হচ্ছে, এবার এই ‘অবহেলিত’ ফিচারটিকে জনপ্রিয় করার কথা ভাবছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম। নোটের ডিজাইন নিয়ে বেশ কিছু পরীক্ষা চালিয়েছে তারা। এর পেছনে মূল কারণ হচ্ছে অনেকে ভাবে, ফেসবুক নোট আসলে স্ট্যাটাসের থেকে নিজেকে কোনো দিন আলাদা করতে পারেনি।
তাই সাধারণ স্ট্যাটাস নয়, ডিজাইন পরিবর্তনের মাধ্যমে নোটকে অনেকটা ব্লগ পোস্টের মতো রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদন থেকে এ রকমটাই জানা গেছে।
প্রযুক্তিবিষয়ক এই ওয়েবসাইটকে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘ফেসবুক নোটকে আপডেট করতে বেশ কিছু পরীক্ষা চালানো হচ্ছে, যাতে ব্যবহারকারীরা সানন্দে বড় আকারের লেখাগুলো লিখতে ও পড়তে পারে।’
সর্বপ্রথম জন বিয়েসনেকার নামের এক ফেসবুক ব্যবহারকারীর আইডিতে নোটের এই নতুন ডিজাইন দেখা গেছে। নতুন ডিজাইনে নোটকে অনেক বেশি পরিষ্কার ও স্পষ্ট মনে হচ্ছে। আর দেখতে একেবারেই ব্লগপোস্টের মতো লাগে। নোটে শিরোনাম আর বডি টেক্সটের সঙ্গে চাইলে একটি কাভার ফটোও জুড়ে দেওয়া যাবে। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, নোটের আগের ভার্সনের মতো এবার সাইডবারে কোনো বিজ্ঞাপন কিংবা সাজেশন দেখা যাবে না।
ফেসবুক সব সময়ই নিজেদের নতুন ফিচারগুলো কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর মাধ্যমে পরীক্ষা করে। কাজেই বলা যাচ্ছে না, সুদূর ভবিষ্যতে নোটের এই নতুন রূপ সারা বিশ্বে বিস্তৃতি লাভ করবে কি না। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে, অনেক দিন ধরে অবহেলিত এই ফিচারটিতে পরিবর্তন আসছে। কারণ ২০১০ সালের পর উল্লেখযোগ্য কোনো আপডেট ঘটেনি ফেসবুক নোটে।
ফেসবুক বেশ কয়েক দিন ধরেই তাদের ফিচারগুলোতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে। ইনস্ট্যান্ট আর্টিকেল প্ল্যাটফর্ম, লাইভ স্ট্রিমিং কিংবা এমবেডেডেবল ভিডিও ফিচার তারই ফসল। এবার দেখা যাক, ব্লগিং প্ল্যাটফর্মকে জনপ্রিয় করার এই প্রয়াস কতজন লেখকের মন ছুঁয়ে যেতে পারে।
নোটের নতুন রূপ দেখতে এই লিংকে (https://www.facebook.com/notes/10153092112003543/) যেতে পারেন।