গুগল সার্চ রেজাল্টে দেখা যাবে ‘টুইট’
আপনার প্রিয় তারকার সর্বশেষ টুইট দেখতে এখন আর টুইটারে ঢুঁ মারতে হবে না। বরং গুগলে সার্চ করেই আপনি সেই কাজটি করে ফেলতে পারবেন। গুগল এবার তাদের সার্চের ফলাফলে সরাসরি টুইট দেখার সুযোগ দিচ্ছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এই তথ্য।
টুইটার অ্যাকাউন্ট রয়েছে এমন কারো নামে সার্চ করলে আপনার সামনে বিভিন্ন সার্চ রেজাল্টের সাথে এবার হাজির হবে তার টুইট। সার্চ রেজাল্টে তার সর্বশেষ কয়েকটি টুইট দেখতে পাবেন।
অনেক আগে থেকেই গুগল তাদের সার্চ রেজাল্টে টুইট দেখানোর পরিকল্পনা নিয়েছিল। ছয় মাস আগে গুগল তাদের এই সেবা চালু করে শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য। এবার সব ধরনের ডিভাইসের জন্য চালু হলো গুগলের নতুন এই সেবা।
২০০৯ সালে প্রথম টুইটারের সঙ্গে জোট বাঁধে গুগল। তাদের এই চুক্তির আওতায় টুইট দেখানোর সিদ্ধান্ত নেয় গুগল। তবে সে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় দুই বছর পর। এরপর টুইটার নতুন করে আর সেই চুক্তি নবায়ন করেনি। কারণ টুইটারের সে সময়ের সিওও (চিফ অপারেটিং অফিসার) আলি রাওগানি চেয়েছিলেন তাঁদের ব্যবহারকারীদের তথ্যের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ।
টুইটারে এখন ৩১ কোটিরও বেশি নিয়মিত ব্যবহারকারী রয়েছেন। তবে টুইটারের নতুন সদস্য নিবন্ধনের হার বেশ নেমে গেছে বিগত বছরগুলোর তুলনায়। একই সঙ্গে তাদের নতুন বিজ্ঞাপন ব্যবস্থা কড়া সমালোচনার মুখে পড়েছে।
আর এই সংকট কাটিয়ে উঠতে টুইটার চায় তাদের পরিসরের ব্যাপ্তি ঘটাতে। গুগলের সার্চ রেজাল্ট দেখে অনেকে মনে ইচ্ছা জাগতে পারে টুইটারে একবার ঢুঁ মারতে। আগ্রহী অনেকেই সে থেকে খুলতে পারেন একটি টুইটার অ্যাকাউন্ট! টুইটারের আশা, এ ধরনের আগ্রহ থেকে ব্যবহারকারীর সংখ্যা বাড়তেই থাকবে।