ফেসবুকে একদিনে ১০০ কোটি ব্যবহারকারী
ফেসবুক। বিশ্বের সব প্রান্তের মানুষের প্রতিমুহূর্তের সঙ্গী। প্রতিদিনই নিজেদের নিজেরাই ছাড়িয়ে যাচ্ছে ফেসবুক। তবে গতকাল বৃহস্পতিবার ছিল ফেসবুকের জন্য অন্য রকম একটা দিন। কারণ, এদিন দুনিয়াজুড়ে ১০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেছেন। একদিনে, অর্থাৎ ২৪ ঘণ্টায় ১০০ কোটি ব্যবহারকারীর একটি ওয়েবসাইট ব্যবহারের ঘটনা এর আগে ঘটেনি।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক পোস্টে আনন্দের সঙ্গে জানিয়েছেন এ কথা। তিনি লিখেছেন, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য পার করলাম। পৃথিবীর প্রতি সাতজন মানুষের মধ্যে একজন ফেসবুক ব্যবহার করেছেন। পৃথিবীতে এই প্রথম কোনো ওয়েবসাইট এ লক্ষ্য পূরণ করতে পেরেছে এবং এটা পৃথিবীকে সংযুক্ত করার সূচনা মাত্র।’
ফেসবুকের একটি প্রচারণামূলক ভিডিও পোস্ট করেছেন জাকারবার্গ।
এ ছাড়া ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা তাদের ফেসবুকে নকল ভিডিও চিহ্নিত করতে সাহায্য করবে। এর ফলে যাঁরা সত্যিকার ভিডিও নির্মাতা, তাঁরা উপকৃত হবেন। ফেসবুকের একটি ব্লগপোস্টে বলা হয়েছে, ‘এই প্রযুক্তির মাধ্যমে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে ভিডিও নির্মাতারা তাঁদের নির্মিত ভিডিওর সঙ্গে সাদৃশ্য রয়েছে, এমন সব ভিডিও খুঁজে পাবেন। সেটা পেজ, প্রোফাইল বা গ্রুপ, যেখানেই আপলোড করা হোক। নকল কোনো ভিডিও পাওয়া গেলে সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন তারা।’
এসবের উদ্দেশ্য সম্পর্কে ফেসবুকের ব্লগপোস্টে লেখা হয়েছে, ‘আমরা চাই সত্যিকারের ভিডিও নির্মাতারাই তাঁদের কাজের জন্য বাহবা পাক।’