ইউমিডিজি ‘জিততে হলে, লিখতে হবে’
বিখ্যাত চায়নিজ ব্র্যান্ড ফোন ইউমিডিজি বাংলাদেশ শিগগিরই বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন দুটি মডেল ‘ইউমিডিজি এস টু লাইট’ ও ‘ইউমিডিজি এ ওয়ান প্রো’। এ উপলক্ষে শুরু হয়েছে ফেসবুকভিত্তিক অনলাইন কনটেস্ট ‘জিততে হলে, লিখতে হবে’। প্রতিযোগিতা চলবে ২০ মে পর্যন্ত; যেখানে ইউমিডিজি ফোনসহ থাকছে পাঁচটি আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতার নিয়মানুযায়ী, একজন প্রতিযোগীকে ফেসবুকে ‘ইউমিডিজি বাংলাদেশ’ ফ্যানপেজে লাইক দিতে হবে। কমেন্টবক্সে নতুন এ দুটি মডেলের মধ্য কোনটি পছন্দ, কী কারণে পছন্দ তা উল্লেখ করে এ ফোন জিতলে কী করবে তা লিখতে হবে। তা ফেসবুকে নিজ অ্যাকাউন্টে শেয়ার দিতে হবে। কমেন্টের শেষে অবশ্যই হ্যাশট্যাগ যুক্ত করতে হবে #A1PROvsS2Lite #UmidigiBangladesh।
ইউমিডিজি বাংলাদেশের মূল প্রতিষ্ঠান রেডগ্রিন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম ওবায়দুল্লাহ বলেন, ইউমিডিজি বাংলাদেশের প্রথম অনলাইন কনটেস্ট ‘শেয়ার করুন, ইউমিডিজি জিতুন’-এর ব্যাপক সাফল্য আমাদের আরেকটি কনটেস্ট আয়োজনে উৎসাহিত করেছে। গ্রাহকরা যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, আশা করছি নতুন এ দুটি মডেলের ফোনও ব্যাপক জনপ্রিয়তা পাবে।
এ বি এম ওবায়দুল্লাহ আরো বলেন, প্রতিযোগীদের মন্তব্যের সৃজনশীলতার ওপর বিজয়ী নির্বাচন করা হবে।