ফেসবুকের সদর দপ্তর পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে ফেসবুকের সদর দপ্তর পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন। এ ছাড়া নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
রোববার জাকারবার্গ ফেসবুকে তাঁর পোস্টে বলেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকের সদরদপ্তর পরিদর্শন করবেন। সেখানে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করবেন তিনি। গত বছর ভারতে গিয়ে তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে। এবার তাঁকে ফেসবুকের সদর দপ্তরে অতিথি হিসেবে পাওয়াটা আমাদের জন্য সম্মানের।’
ফেসবুকের সদরদপ্তর পরিদর্শনের পাশাপাশি পালো আল্টোতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অ্যাকাডেমিক অ্যান্ড স্টুডেন্ট কমিটিতে বক্তব্য দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
জাকারবার্গ জানিয়েছেন, ‘২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় ফেসবুকের সদর দপ্তর পরিদর্শন করবেন নরেন্দ্র মোদি। সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের জন্য কীভাবে কমিউনিটিতে কাজ করা যায় সেটা নিয়ে আলোচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী।’
ওই অনুষ্ঠানের ভিডিও সরাসরি মার্ক জাকারবার্গ এবং নরেন্দ্র মোদির পেজে দেখা যাবে বলেও জানিয়েছেন জাকারবার্গ।
সিলিকন ভ্যালিতে ফেসবুকের নিজস্ব ভবনে তাদের সদর দপ্তর অবস্থিত। বর্তমানে বিশ্বের প্রায় ১৫০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে।