চিলির ভূমিকম্পে ফেসবুকে সেফটি চেক চালু
চিলির ভূমিকম্পের পর নিরাপদে থাকা ব্যক্তিদের জন্য ফেসবুকে সেফটি চেক চালু করা হয়েছে। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ফেসবুক স্ট্যাটাসে এ খবর জানিয়েছেন।
ভূমিকম্পের পর নিরাপদে থাকা মানুষেরা সেফটি চেকের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে তাঁরা নিরাপদে রয়েছেন। এর আগে এ বছরের এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের সময় ফেসবুক এই সেবা চালু করেছিল। ২০১৪ সালের ১৫ অক্টোবর সেফটি চেক সেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছিল ফেসবুক।
নিজের স্ট্যাটাসে জাকারবার্গ জানিয়েছেন, চিলির ভূমিকম্পের পর যাঁরা নিরাপদে রয়েছেন, তাঁরা সেফটি চেক অপশনের মাধ্যমে বাকিদের জানিয়ে দিতে পারবেন যে তাঁরা নিরাপদে রয়েছেন।
গত বুধবার চিলির সমুদ্র উপকূলে ৮ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী সান্তিয়াগো থেকে ২৩২ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।