ইনস্টাগ্রামে ৪০ কোটি ব্যবহারকারী
এই তো এক বছর আগে ইনস্টাগ্রাম ঘোষণা দিয়েছিল তাদের ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি। গত বছরের ডিসেম্বরে এই ঘোষণা দেয় তারা। এবার ইনস্টাগ্রামের ব্যবহারকারী বেড়েছে আরো ১০ কোটি। অর্থাৎ সর্বসাকুল্যে এই ফটো শেয়ারিং অ্যাপ ব্যবহার করছে পৃথিবীব্যাপী ৪০ কোটি মানুষ। আর এই ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে আট কোটি ছবি আপলোড করে। এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
ইনস্টাগ্রামের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ১০ কোটি ব্যবহারকারীর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের বাইরের। আর এই বিপুল জনগোষ্ঠীর কারণেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের বাইরে থেকেই এখন প্রায় ৭৫ শতাংশ ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামে।
সে কারণেই মাত্র ১৮ মাসের ব্যবধানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালের মার্চে ইনস্টাগ্রামের ব্যবহারকারী ছিল ২০ কোটি। তবে এদিক থেকে পিছিয়ে পড়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এ বছরের এপ্রিলে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলস্টোনে পৌঁছায় তারা।
ইনস্টাগ্রাম জানিয়েছে, তাদের নতুন ১০ কোটি ব্যবহারকারীর মধ্যে ইউরোপ এবং এশিয়ার অধিবাসীরাই বেশি। এদের মধ্যে রয়েছে ব্রাজিল, জাপান এবং ইন্দোনেশিয়ার ব্যবহারকারী। ২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক। পরের বছর থেকে কিছু কিছু বিজ্ঞাপন পেতে শুরু করে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার বলছে, এ বছর ৬০ কোটি ডলার আয় করবে ইনস্টাগ্রাম।