টুইটারে অ্যাকাউন্ট খুললেন এডওয়ার্ড স্নোডেন
যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। টুইটারে স্নোডেনকে পাওয়া যাবে @snowden ঠিকানায়। গত মঙ্গলবার অ্যাকাউন্ট খোলার পর প্রথম এক ঘণ্টায় এক লাখ ৭১ হাজার ফলোয়ার জুটেছে তাঁর।
এখন পর্যন্ত আট লাখ ৮১ হাজার ফলোয়ার রয়েছে তাঁর অ্যাকাউন্টে এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত সাতটি টুইট করেছেন তিনি। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির তথ্য ফাঁস করে আলোচনায় এসেছিলেন তিনি। বর্তমানে তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। কারণ নিজ দেশ যুক্তরাষ্ট্রে তাঁর নামে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা।
স্নোডেনের প্রথম টুইটটি ছিল ইংরেজিতে, ‘ক্যান ইউ হিয়ার মি?’ অর্থাৎ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মাত্র এক ঘণ্টায় ২৫ হাজার রিটুইট পেয়েছে এই টুইটটি।
নিজের টুইটার প্রোফাইলে স্নোডেন লিখেছেন, আই ইউজড টু ওয়ার্ক ফর দ্য গর্ভনমেন্ট। নাউ আই ওয়ার্ক ফর দ্য পাবলিক। অর্থাৎ আগে আমি সরকারের জন্য কাজ করতাম, এখন জনগণের জন্য করি।