ফেসবুকে ‘লাইক’ এর বিকল্প
সরাসরি ‘ডিসলাইক’ দেওয়ার অপশন চালু করেনি ফেসবুক। এর বদলে চালু করা হয়েছে নতুন ছয়টি ইমোজি। লাইকের পাশাপাশি ব্যবহারকারীদের অন্য অপশন দিতেই এই উদ্যোগ নিয়েছে ফেসবুক। বহুদিন এটা নিয়ে গবেষণার পর ইমোজি দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয় তারা। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন।
এর আগে গত মাসে জাকারবার্গ জানিয়েছিলেন, তাঁরা লাইক অপশনের বিকল্প খুঁজছেন। কারণ লাইক দেওয়ার মাধ্যমে ব্যবহারকারীদের মনের ভাব ঠিকমতো প্রকাশিত হচ্ছে না। আর সে কারণেই ভালোবাসা, হাসি, উচ্ছ্বাস, অভিভূত, দুঃখিত এবং রাগী ভাব বোঝানোর জন্য ছয়টি আলাদা ইমো তৈরি করেছে ফেসবুক।
ডিসলাইক অপশনের কারণে মানুষ কষ্ট পেতে পারে বা কেউ এর অপব্যবহার করতে পারে ভেবে ডিসলাইক বাটন চালুর উদ্যোগ থেকে সরে এসেছেন জাকারবার্গ। এর বদলে মানুষের অনুভূতি বিভিন্নভাবে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হয়েছে।
জাকারবার্গের মতে, এর ফলে মানুষের যোগাযোগের সুযোগ বাড়বে এবং নেতিবাচক মানসিকতা কমে আসবে।
এখন থেকে লাইক বাটনের সাথে এই ছয়টি ইমোও দেখতে পাবেন ব্যবহারকারীরা এবং নিজেদের প্রয়োজনমতো সেগুলো ব্যবহার করতে পারবেন। ডেস্কটপ বা মোবাইল থেকে সহজেই এসব ইমো ব্যবহার করতে পারবেন তাঁরা।
প্রাথমিকভাবে স্পেন এবং আয়ারল্যান্ডে চালু করা হয়েছে নতুন এই ফিচার। সবকিছু ঠিকঠাকভাবে চললে আগামীতে সব দেশের ব্যবহারকারীরাই এসব ইমো ব্যবহারের সুযোগ পাবেন।
Meet the new Reactions.
Posted by Mark Zuckerberg on Thursday, October 8, 2015