ফেসবুকে নতুন ‘মিউজিক স্টোরিজ’
সংগীত শেয়ারিং সহজ করল ফেসবুক। এ জন্য সামাজিক যোগাযোগের এই মাধ্যমে বৃহস্পতিবার পোস্ট করার নতুন একটি পদ্ধতি চালু করা হয়েছে। নতুন এ পদ্ধতিটি হলো ‘মিউজিক স্টোরিজ’।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিউজিক স্টোরিজ আপাতত অ্যাপল-উপযুক্ত মোবাইলে অ্যাপের গ্রাহকরা ব্যবহার করতে পারবেন, যাদের স্পোটিফাই বা অ্যাপল মিউজিক অ্যাকাউন্ট রয়েছে।
ধরুন, কেউ কোনো স্ট্রিমিং সাইটে কোনো গান শুনছেন, তিনি সেটি ফেসবুকের বন্ধুদের শোনাতে চান, তাহলে তিনি ওই গানটির শেয়ার অপশনে ক্লিক করার পর কপি করবেন, এরপর ফেসবুকে পেস্ট করবেন। ব্যস, তার বন্ধুরাও তখন ওই গানটি শুনতে পারবেন।
ফেসবুকের পরিচালক মাইকেল ক্যার্ডা এক ব্লগে জানিয়েছেন, এ অভিজ্ঞতার মাধ্যমে শিল্পীরা গান শেয়ার করতে পারবেন, বন্ধুরাও শেয়ার ও শুনে আনন্দ নিতে পারবেন।
ফেসবুকের আওতা বাড়ানোর ক্ষেত্রে মিউজিক স্টোরিজ একটি নতুন সংযোজন। ফেসবুকের আয়ের অধিকাংশই আসে বিজ্ঞাপন থেকে। বরাবরের মতো গ্রাহকদের কাছে বিনামূল্যে পৌঁছে যাওয়ার কারণে অন্যদের চেয়ে বেশ আলাদা ফেসবুক। অ্যাপল ও গুগলের মাধ্যমেও গানে মেতে ওঠার সুযোগ আছে। তবে এর জন্য গুনতে হয় টাকা।