নতুন সাজে গুগল প্লাস
প্রযুক্তি জগতে গুগলের জয়জয়কার চললেও সামাজিক যোগাযোগের মাধ্যমে গুগল তেমন একটা সুবিধা করতে পারেনি তাদের গুগল প্লাস নিয়ে। মানুষের মন জয় করে নেওয়ার জন্য তাই আরেকটি প্রচেষ্টা হাতে নিয়েছে তারা।
নতুনভাবে সাজানো হয়েছে গুগল প্লাসকে। গুগল প্লাসের ওয়েব ও অ্যাপ্লিকেশনের একটি নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। যেখানে মূলত কমিউনিটিজ ও কালেকশন্স ফিচার দুটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদনে এ সম্পর্কে জানানো হয়েছে।
কমিউনিটিজ ও কালেকশন্স ফিচার দুটি এ বছরের শুরুতে যোগ হয়েছে গুগল প্লাসে। কমিউনিটি হচ্ছে এই নেটওয়ার্কের গ্রুপ ফিচার এবং কালেকশনের মাধ্যমে ব্যবহারকারীরা বিষয়ভিত্তিক গ্রুপ পোস্ট করতে পারবে।
গুগল বলছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের আগ্রহের কথা মাথায় রেখে গুগল প্লাসকে আরো সহজ ও সাধারণ রূপদান করা।
গুগল প্লাস ওয়েবের সঙ্গে আইওএস এবং অ্যানড্রয়েড অ্যাপকেও নতুনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে দ্রুততম সময়ে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারী গুগল প্লাসের এই নতুন সংস্করণ ব্যবহার করতে পারে।
গুগল প্লাসে পোস্ট করা একটি নোটে গুগল কর্মকর্তা লুক রবব্লেস্কি লিখেছেন, ‘আমরা এই গুগল প্লাসের প্রায় প্রতিটি ফিচারকেই খুব দ্রুত যথাসম্ভব সহজতর করেছি। নতুন গুগল প্লাসে পোস্ট করা, সার্চ, কানেক্ট এবং সবকিছুর সঙ্গে সংযুক্ত থাকা হবে খুবই সহজ।’
কয়েক দিনের মধ্যেই এই আপডেটগুলো প্রস্তুত হয়ে যাবে। কিন্তু এর আগেই ব্যবহারকারীরা চাইলে পরখ করে নিতে পারবেন, কেমন হবে নতুন গুগল প্লাস।
এর জন্য গুগল প্লাসে লগ-ইন করার পড় ‘লেট’স গো’ প্রম্পট সিলেক্ট করতে হবে ব্রাউজারে। আর যাদের নতুন ডিজাইন পছন্দ হবে না, তারা চাইলে পুনরায় ফেরতও আসতে পারবে গুগল প্লাসের পুরোনো ডিজাইনে।