ফেসবুকের সবাই পাবেন পিতৃত্বকালীন ছুটি
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এখন দুই মাসের পিতৃত্বকালীন ছুটিতে আছেন। তাঁর এই ছুটি নেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বেশ আলোচনা চলছে। কারণ, পিতৃত্বকালীন এ ধরনের লম্বা ছুটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দেয় না।
তবে জাকারবার্গ শুধু নিজেকে নিয়ে ভাবেন না, তিনি অন্যদের নিয়েও ভাবেন। তাই ফেসবুকের নীতিমালায় পরিবর্তন করা হয়েছে। বিশ্বব্যাপী ফেসবুকের সব কর্মীই চার মাসের বৈতনিক ছুটি পাবেন। অর্থাৎ ছুটি থাকলেও এই চার মাস বেতন ঠিকই পৌঁছে যাবে তাঁদের অ্যাকাউন্টে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
ফেসবুকের মানবসম্পদ বিভাগের প্রধান লরি ম্যাটলফ গোলের এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভেতরে ও বাইরে ফেসবুকের যেসব কর্মী রয়েছেন, তাঁরা সবাই পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটি পাবেন। ফেসবুকের কর্মী এবং তাঁদের পরিবারের স্বার্থে পিতৃত্বকালীন ছুটির এই নীতিমালা আমরা পরিবর্তন করেছি।’
যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী ফেসবুকের কর্মীসংখ্যা প্রায় ১২ হাজার। এর মধ্যে ফেসবুকের সদর দপ্তর পালো অল্টোতে কাজ করেন হাজারখানেক কর্মী। এ ছাড়া ডাবলিন, দিল্লি ও দুবাইয়ের মতো বড় বড় শহরে ফেসবুকের কর্মীবাহিনী রয়েছে। আর তাঁরা সবাই এই পিতৃত্বকালীন ছুটি পাবেন এখন থেকে।
ফেসবুকের এই পদক্ষেপ বাকি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বড় বড় করপোরেশনও অনুসরণ করবে বলেই আশা করছেন সবাই। মাইক্রোসফট, অ্যাপল, স্পটিফাই, নেটফ্লিক্স ও অ্যাডোবের মতো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে তাদের পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে।