ফেসবুকে পোস্ট করার কারণ ঈর্ষা?
মানুষ কেন ফেসবুকে আড্ডা, খাওয়াদাওয়া বা ঘোরাঘুরির ছবি পোস্ট করে তার একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন কানাডার একদল গবেষক। তাঁরা বলছেন, অন্যের সুসময়ের ছবি দেখে ঈর্ষাণ্বিত হয়ে মানুষ ফেসবুকে বেশি বেশি ছবি পোস্ট করে থাকে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার অধ্যাপক এবং গবেষকদলের প্রধান ইজাক বেনবাসাত বলেন, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ঈর্ষা এবং আত্মপ্রেমের একটি চক্র তৈরি হয়েছে। আর এ কারণেই তারা বিভিন্ন সময় ফেসবুকে ছবি পোস্ট করে থাকেন। অন্যের জীবনের সঙ্গে তুলনা এবং তার বিপরীতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই মানুষ ফেসবুকে ছবি দেয়।’
এর আগে বিভিন্ন গবেষণায় সোশ্যাল মিডিয়ায় মানুষের আসক্তির বিভিন্ন কারণ নিয়ে গবেষকরা বলেছেন। এর মধ্যে রয়েছে হতাশা, রাগ ও আত্মপ্রেম।
অধ্যাপক বেনবাসাত বলেন, ফেসবুকে বেশির ভাগ মানুষই ঘোরাঘুরির ছবি আপলোড করে থাকেন। আর সব ছবির মধ্যে থেকে তারা সেরা ছবিটাই দিতে চান। আর এর পেছনে কাজ করে অন্যদের ঈর্ষাণ্বিত করার প্রবণতা বা অন্যদের কাছে নিজেকে সুখী দেখানোর করার প্রবণতা।
জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে বেনবাসাত এবং তার দলের গবেষকরা এক হাজার ১৯৩ জন ফেসবুক ব্যবহারকারীর ওপর এই গবেষণা চালান।
‘ছবি শেয়ারিংয়ের মাধ্যমে মানুষ তার জীবনের সুখের মুহূর্তগুলো সবার সঙ্গে শেয়ার করে। অনেকেই নিজেকে সুখী প্রমাণ করার জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন’- সঙ্গে যোগ করলেন বেনবাসাত।
এই গবেষণাপত্রটি ইনফরমেশন সিস্টেমস রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে।