চেন্নাইয়ে বন্যাদূর্গতদের জন্য ফেসবুকের সেফটি চেক
বন্যা, ভূমিকম্প বা সন্ত্রাসী আক্রমণসহ বিভিন্ন দুর্যোগের সময় স্থানীয় মানুষের সহায়তায় সেফটি চেক অপশন চালু করে ফেসবুক। এবার তারা ভারতের চেন্নাইয়ে বন্যাকবলিত মানুষের জন্য সেফটি চেক অপশন চালু করেছে। এ খবর জানিয়েছে এনডিটিভি।
আজ বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের অধিবাসীদের জন্য ‘সেফটি চেক’ অপশনটি চালু করে ফেসবুক কর্তৃপক্ষ। যাতে তাদের স্বজন এবং বন্ধুবান্ধবরা বন্যাদূর্গতদের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে।
ফেসবুকের সেফটি চেক অপশনে গিয়ে বন্যা দূর্গত এলাকার অধিবাসীরা নিজেদের সেফ হিসেবে চিহ্নিত করতে পারবে এবং তা সবাইকে জানাতে চাইলে শেয়ার করার অপশনও থাকবে।
এ ছাড়া #FacebookSafetyCheck হ্যাশট্যাগের মাধ্যমে বন্যা পরিস্থিতি এবং বন্যা দুর্গতদের খবর জানাচ্ছেন চেন্নাইয়ের ফেসবুক ব্যবহারকারীরা।
এর আগে নাইজেরিয়া ও প্যারিসে সন্ত্রাসী হামলা, নেপালে ভূমিকম্পের সময় ওই সব দেশের বিভিন্ন এলাকায় সেফটি চেক অপশন চালু করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক ছাড়াও সার্চ ইঞ্জিন গুগল এগিয়ে এসেছে বন্যাদুর্গতদের সহায়তায়। গুগলের ক্রাইসিস রেসপন্স পেজের মাধ্যমে চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির বিভিন্ন খবর, বিভিন্ন জরুরি সেবা এবং ত্রাণকেন্দ্রের ফোন নম্বর দেওয়া হয়েছে।
অতিরিক্তি বৃষ্টির কারণে ভারতের তামিলনাড়ুর বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় চেন্নাইয়ে ৩৪.৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তামিলনাড়ুর আবহাওয়া অফিস জানিয়েছে গত ১০০ বছরের মধ্যে এবারই রাজ্যটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এখন পর্যন্ত বন্যায় ২৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।