জিওনির নতুন মোবাইলে চার্জ থাকবে তিনদিন
স্মার্টফোনের জগতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে চীনা প্রতিষ্ঠানগুলো। নতুন নতুন স্মার্টফোন ছেড়ে বাজারের অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যাচ্ছে তারা। তেমনই এক চীনা প্রতিষ্ঠান জিওনি, স্মার্টফোনের বাজারে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে।
গত নভেম্বর মাসে ছয় হাজার এমএএইচের দীর্ঘস্থায়ী ব্যাটারির জিওনি ম্যারাথন এম৫ বাজারে ছেড়েছিল তারা। জনপ্রিয় এই হ্যান্ডসেটটির আরেকটি ভার্সন সম্প্রতি বাজারে ছাড়া হয়েছে। জিওনি এম৫ লাইট নামের এই সেটটিতে রয়েছে ৪ হাজার এমএএইচ লি-পো ব্যাটারি, যা টানা তিনদিন চার্জ ধরে রাখবে।
জিওনির ম্যারাথন সিরিজের মূল বৈশিষ্ট্য এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। আর সেই সুনাম অক্ষুণ্ণ রেখেছে ম্যারাথন এম৫ লাইট। সেটটিতে ৪০ ঘণ্টার টকটাইম, ৬৮ ঘণ্টার মিউজিক প্লেব্যাক সুবিধা দেবে। হ্যান্ডসেটের পাশাপাশি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে স্মার্টফোনটি। চীনের বাজারে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ৯৯৯ চীনা ইয়েন, বাংলাদেশি টাকায় যা ১২ হাজার টাকার মতো।
জিওনি ম্যারাথন এম৫ লাইট চলবে অ্যামিগো ৩.০ ভিত্তিক অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে স্ট্যান্ডবাই ফোরজি এলটিই কানেক্টিভিটি। ৫ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে রয়েছে যার স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ২৯৩ পিপিআই।
রয়েছে ৬৪-বিট ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর মিডিয়াটেক এমটি৬৭৩৫ এসওসি, সঙ্গে আছে ১ জিবি র্যাম এবং মালি-টি৭২০ জিপিইউ। ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সেটটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা যাতে রয়েছে সিএমওএস সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের।
কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ ৪.০, জিপিএস, ওয়াই-ফাই এবং মাইক্রোইউএসবি কানেক্টিভিটি। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, গ্র্যাভিটি সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর। জিওনির পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাভিয়েশন-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা হয়েছে স্মার্টফোনটির বডি।