প্রোফাইল পিকচারে লাল সবুজের ছোঁয়া
বিজয়ের মাস ডিসেম্বরের ছোঁয়া লেগেছে ফেসবুকে। বিজয়ের আনন্দ উদযাপনের জন্য এখন সুযোগ এসেছে ফেসবুকের ‘প্রোফাইল পিকচার’ পতাকার লাল-সবুজ রঙে রাঙিয়ে নেওয়ার।
এই সুযোগ করে দিয়েছে বিজয়৭১ ডটনেট (https://bijoy71.net/) নামের একটি ওয়েবসাইট। বিজয়ের মাসে প্রোফাইল পিকচার পরিবর্তনের আয়োজনটি করেছে এজেটেক। এতে সহায়তা করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।
এই ওয়েবসাইটে গেলে আপনি প্রোফাইল পিকচার পতাকার লাল সবুজ রঙে রাঙাতে চান কি না?- সেটা জানতে চাওয়া হবে। এরপর ওয়েবসাইটটি আপনার প্রোফাইল থেকে কিছু তথ্য নেওয়ার অনুমতি চাইবে।
অনুমতি দিলে তৈরি হয়ে যাবে লাল-সবুজে মোড়ানো আপনার প্রোফাইল পিকচার। সেটি চাইলে ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করার অপশনও থাকছে।
এর আগে বিশ্বজুড়ে সমকামিতার সমর্থনে এবং প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানোর অংশ হিসেবে ফেসবুকের প্রোফাইল পিকচার রংধনু এবং ফ্রান্সের পতাকার রঙে রাঙিয়ে নেওয়ার সুযোগ দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।
তবে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ফেসবুকের তরফ থেকে কোনো উদ্যোগ না নেওয়া হলেও বিজয় ৭১ ডটনেট ওয়েবসাইট বাংলাদেশিদের জন্য সে সুযোগ করে দিয়েছে।