তিন মাসে আইফোন ৫এসের দাম অর্ধেক!
ভারতের বাজারে আইফোনের দাম কমেছে নাটকীয়ভাবে। গত তিন মাসে দেশটির বাজারে আইফোন ৫এসের দাম কমে প্রায় অর্ধেক হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখন বিশ্বের যেকোনো বাজারের চেয়ে ভারতে এই স্মার্টফোনের দাম কম।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দিওয়ালির পর আইফোন ৬এস ও ৬এস প্লাসের প্রতি ভারতীয়দের আগ্রহ বেড়ে যাওয়ায় এর পূর্বসূরি স্মার্টফোনের দাম কমিয়ে দেওয়া হচ্ছে। গত সেপ্টেম্বরেরও ভারতের বাজারে আইফোন ৫এসের দাম ছিল ৪৪ হাজার ৫০০ রুপি। সেখানে তিন ধাপে দাম কমানোর পর এর মূল্য হয়েছে ২৪ হাজার ৯৯৯ রুপি।
বিক্রেতারা জানান, ভারতে আইফোনের আয়ের ৫০ শতাংশই আসছে আইফোন ৫এস থেকে। গত অক্টোবরে প্রথমবারের মতো এই স্মার্টফোনের দাম কমানো হয়েছিল। পরে দিওয়ালির আগেও এর দাম আরেক বার কমানো হয়। সবশেষে গতকাল রোববার তৃতীয়বারের মতো এই স্মার্টফোনের দাম কমল।
বাণিজ্যিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ডিসেম্বরের মধ্যে ভারতে আইফোন বিক্রির পরিমাণ দ্বিগুণ করতে চাইছে অ্যাপল। একই সঙ্গে মধ্যম দামের স্মার্টফোনের বাজারও ধরতে চাইছে তারা। এসব কারণেই নাটকীয়ভাবে আইফোন ৫এসের দাম কমানো হচ্ছে বলে ধারণা করা হয়।
প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষক তরুণ পাঠক বলেন, ভারতের বাজারের জন্য ২৫০ থেকে ৪০০ ডলার বা ১৬ থেকে ২৭ হাজার রুপির স্মার্টফোনের দিকে ঝুঁকছে অ্যাপল। আর, ব্র্যান্ডের মোবাইল কেনার ক্ষেত্রে এই দামের স্মার্টফোনের প্রতিই বেশির ভাগ ভারতীয় গ্রাহকের ঝোঁক থাকে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ১২ লাখ আইফোন ৫এস বিক্রি হয়। ধারণা করা হয়, বর্তমানে ভারতে ৩৫ লাখ আইফোন ব্যবহার হচ্ছে। অ্যাপল স্মার্টফোনের দাম কমালে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।