বাজে স্মৃতি বাদ দিয়ে ফেসবুকে এই বছর
আর মাত্র দুই সপ্তাহ। তারপরই শেষ ২০১৫। বছরটা কেমন গেল সেটা এক নজরে দেখে নেওয়ার সুযোগ করে দিয়েছে ফেসবুক। তবে এবার আপনার পছন্দমতো।
‘ইওর ইয়ার অন রিভিউ’ টুলসের মাধ্যমে ফেসবুকের স্বয়ংক্রিয় পদ্ধতিতে সবার প্রোফাইল থেকে ১০টি ছবি বাছাই করা হবে। আর এই ১০টি ছবি শেয়ার করার জন্য ফেসবুকের পক্ষ থেকে ব্যবহারকারীকে আমন্ত্রণ জানানো হবে।
একজন ব্যবহাকারী চাইলে সেই ছবিগুলোই রাখতে পারেন আবার বাদ দিয়ে নতুন ছবিও যোগ করতে পারেন। বাজে স্মৃতি যদি ব্যবহারকারীরা আর মনে করতে না চান সেজন্যই এই ব্যবস্থা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
ফেসবুকের এক মুখপাত্র দ্য ভার্জকে জানিয়েছেন, ‘আমরা গত বছর এই সেবা সম্পর্কে ব্যবহারকারীদের মতামত নিয়েছি। আমাদের মনে হয়েছে ছবি বাছাইয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের আরো স্বাধীনতা দেওয়া উচিত। কারণ কোন ছবিগুলো বাকিদের সাথে শেয়ার করবেন সেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত ব্যাপার।’
ফেসবুকের ওই মুখপাত্র আরো বলেন, ‘আমরা এবার ফেসবুকের স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে যেকোনো ১০টি ছবি বাছাই করে ব্যবহারকারীদের সামনে আনব। যেখানে তারা ছবি বাছাই, বাদ দেওয়া এবং যোগ করার সুযোগ পাবেন। সম্পাদনার পর তাঁরা ছবিগুলো শেয়ার করতে পারবেন। বছরের সেরা ছবিগুলো বাছাই করার ভার ব্যবহারকারীদের ওপরই দেওয়া হলো।’
নিজের আপলোড করা ছবি বা বাকিদের ট্যাগ করা ছবি থেকে এসব ছবি বাছাই করা যাবে। এসব সেবার মাধ্যমে ফেসবুক বারবার বোঝাতে চাইছে ব্যবহারকারীদের স্মৃতি সংরক্ষণ এবং তা মনে করিয়ে দেওয়ার ব্যাপারে তারা কতটা সচেতন।
এ বছরের মার্চে পুরোনো ছবি শেয়ার করার জন্য ‘অন দিস ডে’ টুল চালু করেছিল ফেসবুক। এতে বেশ সাড়াও পেয়েছে তারা। তাই আরো বিভিন্নভাবে ব্যবহারকারীদের পুরোনো ছবি শেয়ার করার সুযোগ করে দিতে চাইছে ফেসবুক কর্তৃপক্ষ।