আবার বাঁকানো হ্যান্ডসেট আনবে এলজি
২০১৪ সালে আইফোন সিক্স এবং সিক্স প্লাস বাজারে এলে জোর গুজব উঠেছিল ফোন দুটি পকেটে রাখলে বেঁকে যায়। এই নিয়ে কম বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি অ্যাপলকে। তবে বাঁকানো মোবাইলের ধারণাটি বোধ হয় মনে ধরেছিল কোরিয়ান টেক জায়ান্ট এলজির।
তাই এলজি জি ফ্লেক্স ২-এর পর তারা আবার আরো একটি বাঁকানো হ্যান্ডসেট তৈরি করছে। স্বদেশি প্রতিষ্ঠান স্যামসাংয়ের ভাঁজ করা হ্যান্ডসেটকে চ্যালেঞ্জ জানাতেই এই অভিনব ডিজাইনের হ্যান্ডসেট বাজারে আনতে চায় এলজি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
তবে সর্বপ্রথম এই সংবাদ জানা গেছে ইভান ব্লাসের একটি টুইট থেকে, যিনি স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠানের হ্যান্ডসেটের খবরাখবর ফাঁস করে দিয়ে ‘সুখ্যাতি’ পেয়েছেন। টুইটে ইভান জানিয়েছেন, ‘এলজিও একটি সেট বের করছে যাতে থাকবে বাঁকানো ডিসপ্লে। তবে এটি ডিভাইসের উপরের অংশে মোড়ানো।’
টুইটের দ্বিতীয় অংশ অবশ্য এখনো অপরিষ্কার সবার কাছে। হতে পারে এটি স্যামসাং এস ৬ এজের ‘সাইড-কার্ভ’ এর মতো কিছু কিংবা হতে পারে বাঁকানো ডিসপ্লেটি ফোনের পুরো উপরিভাগ জুড়েই থাকবে।
তবে যাই হোক না কেন, ২০১৫ সালের এলজির প্রথম বাঁকানো হ্যান্ডসেট জি ফ্লেক্স ২-এর পর এটি হতে পারে একটি দারুণ সংযোজন। ইতিমধ্যে জি ফ্লেক্স ২ সেটটিই অনেকের মন জয় করতে সক্ষম হয়েছে। কারণ জনপ্রিয় গালাক্সি এস ৬ এজের মতো ডান বা বাম দিকে বেঁকে এটি স্ক্রিন বড় করেনি, বরং একদম মাঝখান থেকে হালকা বেঁকে অনেকটা ‘ক্রিসেন্ট’ আকৃতির হয়েছে সেটটি। এর আকার দেখতে কলার মতো হওয়ায় অনেকে এলজির এই হ্যান্ডসেটকে নাম দিয়েছে ‘ব্যানানা মোবাইল!’
তবে ফোনবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ফোন অ্যারেনাতে বলা হয়েছিল এল জি ফ্লেক্স ২-এর সফলতার পর এই সিরিজের নতুন সেট আসতে পারে ২০১৬ সালে।
এলজি অবশ্য এই বিষয়ে মুখ খুলতে নারাজ। কারণ ক্রিসমাসকে সামনে রেখে এ রকম বোমা ফাটালে বর্তমানে বাজারে থাকা তাদের অন্য সেটগুলো মার খেয়ে যেতে পারে। তাই ধারণা করা হচ্ছে ২০১৬ সালের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ‘কনজ্যুমার ইলেক্ট্রনিকস শোতেই (সিইএস) সর্বপ্রথম সেটটি প্রদর্শিত হবে।