লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল দেশের বাজারে
দেশের বাজারে এসেছে মাইক্রোসফটের দুটি নতুন মডেলের স্মার্টফোন লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল। মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড গত মঙ্গলবার বাংলাদেশের বাজারে খুচরা পর্যায়ে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল মোবাইল হ্যান্ডসেট বিপণনের ঘোষণা দিয়েছে।
মাইক্রোসফট বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উইন্ডোজ ১০ চালিত লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল স্মার্টফোন দুটিতে আছে এইচডি ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল সেন্সরের নতুন পিউরভিউ ক্যামেরা এবং ট্রিপল ন্যাচারাল এলইডি ফ্ল্যাশ রয়েছে। এই ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও করা যায়।
লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএলে অফিস বিল্ট-ইনের মতো প্রধান ও প্রয়োজনীয় অ্যাপসগুলো থেকে শুরু করে ওয়ান ড্রাইভ ও ক্লাউডের মাধ্যমে যেকোনো কিছু খোঁজা বা ব্যবহার করা যাবে। এ ছাড়া স্মার্টফোন দুটিতে আছে কন্টিনিয়াম প্রযুক্তি, যা উন্নত ও অতিরিক্ত মাইক্রোসফট ডিসপ্লে ডক অ্যাকসেসরি আছে। তাই স্মার্টফোন দুটি কম্পিউটারের মতোও ব্যবহার সম্ভব। এ জন্য স্মার্টফোনের সঙ্গে মনিটরের সংযোগ ঘটিয়ে বড়পর্দায় কোনো কিছু করা বা দেখার আনন্দ উপভোগ করা যাবে। কাজের সুবিধার্থে কীবোর্ড ও মাউসে সংযোগও লাগিয়ে নিতে পারবেন।
৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএলের ডিসপ্লে হলো কোয়াডএইচডি অ্যামোল্ড, যাতে রয়েছে ৫৬৪পিপিআই। এর ফলে দুটি স্মার্টফোনে ফটো, ভিডিও এবং লেখা স্বচ্ছ ও সুন্দর দেখা যায়। এমনকি সূর্যের আলোতেও সুন্দরভাবে কোনো লেখা পড়া যায়।
মাইক্রোসফটের নতুন দুটি স্মার্টফোনেই আছে কর্টানা অ্যাপ, যা ব্যক্তিগত সহকারীর মতো কাজ করে। এ ছাড়া কর্টানার মাধ্যমে খুব সহজেই হালনাগাদ খবর, দিনক্ষণ মনে রাখার ব্যবস্থা, বার্তা পাঠানো, কারো সঙ্গে দেখা বা কোনো কাজের সময় মনে রাখার ব্যবস্থাসহ নানা কাজ করা যায়।
মাইক্রোসফট মোবাইল ডিভাইসেস সেলস, ইমার্জিং এশিয়ার জেনারেল ম্যানেজার সন্দীপ গুপ্ত বলেন, যেসব ক্রেতা সবচেয়ে কার্যকর হ্যান্ডসেট পেতে চান তাঁদের চাহিদার কথা বিবেচনায় নিয়েই লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল হ্যান্ডসেটের ডিজাইন বা নকশা করা হয়েছে। তিনি আরো বলেন, আজকাল মানুষ এমন স্মার্টফোন চায়, যা দিয়ে কম্পিউটারের মতো কাজ করা যায়। এই চাহিদা মেটাবে লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল।
বাংলাদেশের লুমিয়া ৯৫০-এর খুচরা মূল্য ৫৬ হাজার এবং লুমিয়া ৯৫০ এক্সএল মূল্য ৬৪ হাজার টাকা। গত ১৮ ডিসেম্বর থেকে দেশে মাইক্রোসফটের অনুমোদিত ডিলারদের কাছে স্মার্টফোন দুটি পাওয়া যাচ্ছে।