কম দামে হ্যান্ডসেট লুমিয়া ৫৫০
উইন্ডোজ ১০-এর আশায় যাঁরা রয়েছেন, তাঁদের জন্য সুসংবাদ। লুমিয়া ৯৫০ এবং ৯৫০ এক্সএলের আকাশচুম্বী দাম শুনে ভড়কে গিয়ে উইন্ডোজ ১০ চালানোর আশা ছেড়ে দেবেন না। আগের সেটগুলোতে উইন্ডোজ ১০ আপডেট হওয়ার আগেই মাইক্রোসফট বাজারে আনছে নতুন একটি হ্যান্ডসেট, যেটি উইন্ডোজ ১০-এর সস্তা সেট হিসেবে এরই মধ্যে স্বীকৃতি পেয়েছে।
গত সপ্তাহে ইউরোপে বিক্রি শুরু হওয়ার পর মাইক্রোসফটের লুমিয়া ৫৫০ এবার আসছে এশিয়ার বাজারে। এরই মধ্যে ভারতে এই উইন্ডোজ ১০ সেটের বিক্রিবাট্টা শুরু হয়ে গেছে। গ্লসি সাদা ও কালো ম্যাট—এ দুই রকমের ব্যাক কাভারে পাওয়া যাবে সেটটি। ভারতের বাজারে এর দাম মাত্র নয় হাজার ৩৯৯ রুপি। ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে।
মাইক্রোসফটের লুমিয়া স্মার্টফোন সিরিজে বর্তমানে এটিই সবচেয়ে সস্তা সেট, যেখানে চলবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের প্রায় সব সুবিধাই এতে রয়েছে। শুধু লুমিয়া ফ্ল্যাগশিপ ৯৫০ ডুয়েল সিম এবং লুমিয়া ৯৫০ এক্সএলের মতো এতে কন্টিনাম ফিচার সাপোর্ট পাওয়া যাবে না, যার মাধ্যমে স্মার্টফোনকে ব্যবহার করা যায় ডেস্কটপ কম্পিউটারের মতো।
তবে উইন্ডোজ ফোনের অন্যান্য আকর্ষণীয় ফিচার লুমিয়া ৫৫০-তে রয়েছে একেবারে ঠিকমতো। এদের মধ্যে রয়েছে মাইক্রোসফট এজ ব্রাউজার, নতুন আউটলুক মেইল, ওয়ান ড্রাইভ, মাইক্রোসফট অফিস, কর্টানা ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং গ্ল্যান্স স্ক্রিন, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফোন আনলক না করেও নোটিফিকেশন চেক করতে পারবেন।
এবার আসা যাক স্পেসিফিকেশনের বেলায়। মাইক্রোসফট লুমিয়া ৫৫০ মডেলে থাকছে ৪ দশমিক ৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে (৭২০ x ১২৮০ পিক্সেল) রেজ্যুলেশন। এতে শক্তি জোগাবে ১ দশমিক ১ গিগাহার্টজ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ এসওসি, অ্যাড্রেনো ৩০৪ জিপিইউ এবং ১ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ থাকবে ৮ জিবি এবং মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। লুমিয়া ৫৫০-তে একটি মাত্র মাইক্রো-সিম চলবে।
সেটে আরো থাকবে ৫ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরার সঙ্গে এইচডি ভিডিও। এখানেই শেষ নয়। ক্যামেরায় এলইডি ফ্ল্যাশসহ আছে এফ/২ দশমিক ৪ অ্যাপার্চার। আর সামনে একই অ্যাপার্চারসহ আছে ২ মেগাপিক্সেলের সেন্সর, যেটি ৪৮০ পিক্সেল মানের ভিডিও করতে পারে।
ফটোগ্রাফারদের জন্য সুখবর হচ্ছে, লুমিয়া ৫৫০ সেটের রিয়ার ক্যামেরায় অটো/ম্যানুয়াল এক্সপোজার, জিও-ট্যাগিং এবং টাচ ফোকাসের মতো আধুনিক অপশনগুলো রয়েছে। হ্যান্ডসেটে ইউএসবি টাইপ সি-এর বদলে মাইক্রো-ইউএসবি পোর্ট রয়েছে।
লুমিয়া ৫৫০-এর কানেক্টিভিটিতে আরো আছে ৪জি এলটিই, ব্লুটুথ ৪ দশমিক ১, ইউএসবি ২ দশমিক শূন্য, ওয়াই-ফাই ৮০২.১১-এর সঙ্গে হটস্পট ফাংশন। এফএম রেডিও এবং এ-জিপিএস তো আছে।
সেটে ব্যাটারি রয়েছে ২১০০ এমএএইচ, যেখানে ২৮ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এ ছাড়া লাইট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার এবং প্রক্সিমিটি সেন্সরের মতো ফিচারগুলো রয়েছে লুমিয়া ৫৫০ সেটটিতে। সেটটির ওজন ১৩৬.১ x ৬৭.৮ x ৯.৯ মিলিমিটার।